2013-14 শিক্ষাবর্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের গণিতের পাঠক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর, ভারতের বিভিন্ন রাজ্যে যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়, ওইসব পরীক্ষায় সারা ভারতের ছাত্রছাত্রীরা যাতে একই পাঠক্রমের ওপর পরীক্ষা দিতে পারে একথা মনে রেখে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর গণিতের একটি সর্বভারতীয় পাঠক্রম তৈরি করেছেন। সর্বভারতীয় এই নতুন পাঠক্রম অনুসরণে ছায়া গণিত (দ্বাদশ শ্রেণি) প্রকাশিত হল। আশা রাখি এই গণিত বইটির নতুন সংস্করণ ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকা সকলের কাছে আগের মতো একইভাবে আদৃত হবে। পাঠক্রম অনুযায়ী বিষয়বস্তুকে কয়েকটি Unit-এ ভাগ করে উপস্থাপন করা হয়েছে। Unit-1-এ সম্বন্ধ ও অপেক্ষক এবং বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, Unit-2-এ ম্যাট্রিক্স ও নির্ণায়কের বীজগাণিতিক ধারণা, Unit-3-এ কলনবিদ্যা ও তার প্রয়োগ, Unit-4-এ ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, Unit-5-4 রৈখিক প্রোগ্রামবিধি, Unit-6-এ সম্ভাবনা তত্ত্ব, সমসম্ভব চলক ও দ্বিপদ বিভাজন প্রভৃতি বিষয়ের ওপর বিশদ আলোচনা করা হয়েছে। প্রতিটি Unit-এর শুরুতে Core Curriculum এবং নম্বর ও পিরিয়ড বিভাজন নির্দেশিকা এবং chapterwise Trend Analysis দেওয়া হয়েছে। Unit ভিত্তিক WBHS, WBJEE, JEE Main, JEE Advanced-এর Archive দেওয়া হয়েছে।