Summary:
আতরওয়ালা বন্ধুর কথা শুনলে অনেকেই অবাক হয়ে যান। আপনারাও অবাক হচ্ছেন, তাই না? আমি যখন আমার এলাকার ছোট ভাই অথবা বন্ধুবান্ধব ও বড় ভাইদেরকে বলি যে, ‘ভাই জীবনে বন্ধু বানাতে হলে আতরওয়ালা বন্ধু বানাবেন। তখন তারা কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়। তারা আমাকে বলে, ‘ভাই, আতরওয়ালাকে আমি আবার কীভাবে বন্ধু বানাবো? সে তো সবসময় আতর নিয়েই ব্যস্ত থাকে’। আমাদের জীবনে কম-বেশি সবারই বন্ধুবান্ধব আছে। বন্ধু নেই এমন মানুষ নেই বললেই চলে। স্বয়ং আমাদের রাসূল সাঃ এরও বন্ধু ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যারা বন্ধু আছে তারা কেমন বন্ধু? আর আমাদের বন্ধু সম্পর্কে ইসলাম কী বলে? তাহলে চলুন, আতরওয়ালা বন্ধু সম্পর্কে হাদীছে কী এসেছে দেখে নিই—আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাঃ বলেছেন, ‘সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না৷ হয় তুমি আতর খরীদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে’। (সহীহ বুখারী, হা/২১০১) তো আমার সেই আতরওয়ালা বন্ধু হলো Sreezon (সৃজন)। তার কাছে যতবারই যাই ততবারই নতুন নতুন সব আতরের সাথে পরিচয় হয়, ভালোলাগা বাড়ে। শেষবার যখন Sreezon (সৃজন)-এ গিয়েছিলাম তখন সিরাপ টাইপের সুন্দর একটা আতরের সাথে পরিচয় হয়েছে। নাম তার Afsin (আফসিন)। যারা কফ সিরাপ বা এমন সিরাপগুলো একটু শখ করেই খায়,Afsin (আফসিন) কে তাদের প্রথম দর্শনেই ভালো লাগবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে ঘ্রাণটা কিন্তু সিরাপ মার্কা নয়। খুব নম্র ভদ্র সুবাসের মিষ্টি একটা আতর। আপনার মেজাজকে শান্ত করে দেবে তার নিজের রিফ্রেশিং ঘ্রাণে। টপ নোট: ধনিয়া, কমলা ফুল, বরই, স্টার অ্যানিস। হার্ট নোট: টিউবেরোজ অ্যাবসোলিউট, কার্নেশন, জেসমিন, ল্যাবডানাম, বেরি। বেইজ নোট: ভ্যানিলা, অ্যাম্বার, চন্দন, সিডারউড, ভেটিভার, হেলিওট্রপ, ওপোপ্যানক্স। Specification: |
Title: | SREEZON Afsin (আফসিন) For Men Attar - 3.5 ml |
Brand: | SREEZON |
Brand Origin | Bangladesh |
Volume | 3.5 ml |
Gender | Men |
Alcohol Free | Yes |