আমাদের জীবনকে সুন্নাতি রঙে রাঙাতে হলে জানতে হবে নবিজি সা.-এর জীবনকে, নবিজির পছন্দ-অপছন্দকে, নবিজির চরিত্রকে। জানতে হবে নবিজি কীভাবে অজু করতেন, কীভাবে নামাজ পড়তেন, নামাজের ক্ষেত্রে কোথায় কোন আমলকে প্রাধান্য দিতেন।
. নবিজির 24 ঘণ্টা কীভাবে কাটত? একদিনের সমষ্টি 24 ঘণ্টায় নবিজি কী কী আমল করতেন, নামাজ, রোজা, পাক-নাপাক, অজু-গোসল, হজ, জাকাত, কুরবানি-সহ ঈদ উদযাপন এবং তৎসংশ্লিষ্ট বিষয়গুলো জানার মাধ্যমেই সম্ভব নবিজির মতো করে নিজ জীবন পরিচালনা করা।
. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল কুরআনি সজ্জায় সজ্জিত। কুরআন ও হাদিসের সেই জীবনকেই তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। বইটিতে আলোচিত হয়েছে মুমিনজীবনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ নানান বিষয়।
. মুআমালাত, মুআশারাত অধ্যায়ে জায়গা করে নিয়েছে—মিরাস, অসিয়ত, ফিদয়াহ, বিবাহ; উস্তাদের আদব, পিতা-মাতার আদব ও নানান আদব। এ ছাড়াও আলোচনা হয়েছে সন্তান লালন-পালন প্রক্রিয়া। সবশেষে আলোচিত হয়েছে মুমিনের সকাল-সন্ধ্যার দুআ ও মোনাজাত।
. মোটকথা, বইটি একজন মুমিনের ২৪ ঘন্টা পরিচালনার ক্ষেত্রে অনন্য সহযোগী হিসেবে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।