লেখালেখি শুরু স্কুল জীবন থেকে, অনিয়মিতভাবে। একদিন হঠাৎ কিছু লিখা পাঠানো হল সাপ্তাহিক যায়যায়দিনে, ছাপাও হল। তারপর সম্পাদক সরাসরি চিঠি লিখে উৎসাহ দিলেন এবং বললেন ভ্রমণ বিষয়ে আরো লিখতে। লিখেছে, কিন্তু সেভাবে আর হয়ে ওঠেনি। কখনও লেখা পাঠানো হত দৈনিক প্রথম আলোয় ছাপা হত। একসময় নিয়মিত লেখা হয়েছে সাপ্তাহিক ২০০০-এ, যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে। অনলাইন পোর্টালে, ব্লগে লেখালেখি চলছে বেশ কিছুদিন ধরে।
লিখতে লিখতে অনেক কিছু লিখেছে। সবই গদ্য। কিন্তু বই লিখে ফেলবে এটা কখনো ভাবেনি। হয়তো কখনোই লিখা হতনা যদি প্রফেশনাল দুর্ঘটনায় হাত না ভাঙ্গতো। এবং নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, কবি, জনাব আকবর হায়দার কিরণ যদি তাগাদা না দিতেন। তারপরও আড়াই বছর লেগেছে মাত্র আশি হাজার শব্দের একখানা ভ্রমণ কাহিনী লিখতে।
সবচেয়ে বড় আকর্ষণ বইয়ের শুরু হয়েছে শেষ দিয়ে। সেখান থেকেই আটকা পড়ে যেতে হয় গল্পের সাথে। একের পর এক তথ্যবহুল ঘটনা। পড়া শুরু করলে থামা বড় কঠিন। প্রথম পর্বে পাগলের মত দেশের মাটি খোঁজার ঘটনা পড়ে আবেগে চোখে জল আসে। ঘটনা সামনের দিকে এগিয়ে যায়। জানা যায় একের পর এক তথ্য, ঠাট্টাচ্ছলে কঠিন বাস্তবতা। সিডিসি কাকে বলে, পুলিশ ভেরিফিকেশন করিয়ে ঘুষের বিরুদ্ধে যুদ্ধ করে সিডিসি আদায় । অসাধারন! আরো জানা যায় জাহাজের অফিসার এবং ক্রু দের জীবন, খাবার, পানীয়, শিটস্। জাহাজ নিয়ে দেশ থেকে দেশান্তরের ঘুরে বেড়ানোর গল্প। উত্তর এবং দক্ষিন ভিয়েতনাম হয়ে সুদুর আক্কাবায় চলে যাওয়া। ভিয়েতনামের মুক্তি সংগ্রাম আর উন্নতির গল্প, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পেরিয়ে লোহিত সাগরের একেবারে শেষ প্রান্তে চলে যাওয়া। যাত্রাপথে ভয়াবহ সাইক্লোন, আবার নির্মল নিটোল সাগর, তারপর বৃষ্টি, আমেরিকান নেভীর সার্চ অপারেশন, কতো রকমের অভিজ্ঞতা। মেঘ নিয়ে গবেষণা।
জর্ডানের আক্বাবায় সবার ভালোবাসায় সিক্ত হওয়া। মালয়েশিয়া, থাইল্যান্ডে রোজার মাসের মজাদার ঘটনা। চায়নার গ্রেট ওয়ালের গল্প, কোরিয়ানদের অসম্ভব ধণী হয়ে উঠার কাহিনী। কোরিয়ায় কারো পালিয়ে যাওয়া । কোরিয়ানদের খাবারের গল্প যা জিভে জল এনে দেয় আবার ভয়ও হয় ভুল কোন কিছু মুখে দেওয়া হচ্ছেনা তো?
তার লেখনীতে এমন কিছু আছে যা পড়লে মনে হবে চৌকশ কোন কথা সাহিত্যিক শব্দ দিয়ে ছবি আঁকছে। পাঠক হারিয়ে যাচ্ছে এক যাদুর জগতে, রোমাঞ্চকর শিক্ষা সফর। এটাকে শুধু ভ্রমণকাহিনী বললে ভুল হবে। এখানে আছে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, যুদ্ধ, দেশ ভাঙ্গা, দেশ গড়া এবং বিভিন্ন জাতির উন্নয়নের চরম শিখরে ওঠার গল্প । দেশে এই ধরনের বইয়ের বড় অভাব। চমৎকার এই ভ্রমন বিষয়ক উপন্যাস বাংলা সাহিত্যে এক বিশেষ সংযোজন।