ভ‚মিকা বাংলার লোকসংগীত, বাংলার গান হচ্ছে বাঙালির প্রাণ। আরও বিশদভাবে বলা যায়, বাংলার লোকসংস্কৃতির আবরণ, ধারক, বাহক হলো লোকসংগীত। এদেশের কালজয়ী গানগুলো শুনতে শুনতে বড় হয়েছি। একটা সময়ে মনে হয়েছে, এসব গান কি আজকাল শুনতে পাই না? রেডিও-টেলিভিশনে আগের মতো কি শোনা যায় না? কিন্তু না! রেডিও-টেলিভিশনে সর্বত্র এমনকি আজকের শিল্পীরা দেশের বাইরেও সেসব গান নিয়ে বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে পৌঁছে দিয়েছে। আধুনিক সংগীত আমাদের সংস্কৃতিকে গ্রাস করছে বলে যতই ধারণা করা হোক, সেসব ধারণা ভুল প্রমাণ করে আজকের দুনিয়ায় নবীন শিল্পীরা, ব্যান্ড শিল্পীরা যখন আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে গেয়ে ওঠেÑ “তুমি সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও, মহাজনে বানাইয়াছে ময়ুরপঙ্খী নাও।” “আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা...” কখনো গেয়ে ওঠে “খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়” কখনো গায়Ñ নেশা লাগিল রে...” তখন খানিকটা সময় বিহŸল হতেই হয়। কতকাল আগের সেসব কালজয়ী গান বাদ্যযন্ত্রের সুরের তোড়ে হারায়নি একটুও। একটুও নড়চড় হয়নি সুরের। অথচ কতটা শ্রæতিমধুর! একই সঙ্গে পুরাতন রেকর্ড থেকে মূল শিল্পীর গান শুনে আবার বর্তমান শিল্পীর গান শুনলে বোঝা যায় সুর, তাল, লয়ের কোনো রকম পরিবর্তন সাধিত না করেও কতটা শ্রæতিমধুর করে ওরা গেয়েছে। এটি মূলত কোনো গবেষণা কর্ম নয়। নিজস্ব ভাবনার জগতে কাজ করা আবহমান বাংলার মানুষের হৃদয়ে ঠাঁই নেয়া লোকগীতিকে আরও স্মরণীয় করে রাখার প্রচেষ্টা মাত্র। বাংলার হারিয়ে যাওয়া লোকগান, এর উৎস, বর্তমান চালচিত্র, কালজয়ী সেসব শিল্পীদের সম্পর্কে সম্যক ধারণা ও আলোচনার প্রয়াসে এই লেখার প্রেরণা অনুভব করেছি। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে পাঠকের কাছে গ্রহণযোগ্য হলেই লেখার সার্থকতা। কাওসার পারভীন ঢাকা: ডিসেম্বর ২০২২
স্কুল পড়ুয়া সময় থেকেই গল্পের বইপড়ার নেশা ছিল প্রবল। প্রকৃতিপ্রেম থেকে লেখালখির ঝোঁক। ছোটগল্প "প্রেরণা" একটি মাসিক পত্রিকায় প্রথম প্রকাশের মাধ্যমে শুরু হয় যাত্রা। দৈনিক আজাদী, বিভিন্ন সাময়িকী,ম্যাগাজিন ও সংকলনে তাঁর লেখা প্রকাশিত হয়। লিখে চলেছেন একের পর এক ছোটগল্প, কিশোরগল্প এবং উপন্যাস। উপন্যাস “ দ্বীপান্তরে” “জল জোছনার সরোবরে” “নন্দিনী উপাখ্যান” “মন বিহঙ্গী’ গল্পগ্রন্থ “বালুচরে গাঙচিল” “ জল রঙে আঁকা” পাঠকপ্রিয়তা পায়। ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী উপস্থাপনা তাঁর লেখার অন্যতম দিক। অনেকটাই প্রচারবিমুখ তিনি মনে করেন লেখালেখির জগতটা ভিন্ন এক পৃথিবী। জন্মস্থান চট্টগ্রাম। বর্তমানে বসবাস করছেন ঢাকা।