নারী অধিকার ধারণাটি সমসাময়িক বিশ্বে একটি বহুল আলোচিত বিষয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নিয়ে যখন আমরা একটি সুন্দর পৃথিবীর কথা কল্পনা করি তখন নারী অধিকারের বিভিন্ন বিষয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা পরিবার এবং সমাজে প্রায় প্রতিনিয়ত নারীকে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কাতারে দেখতে পাই। এমনকি নিজ পারিবারেও নারীকে তার অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। নারী অধিকারের সাথে তাই পারিবারিক আইনের নানাদিক নারীর দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ‘নারী অধিকার ও পারিবারিক আইন’ বইটিতে লেখক বাংলাদেশে নারী অধিকার, নারীবাদ এ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এবং বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইনের বিধান অনুযায়ী নারীর অধিকার ও অবস্থান বিষয়ে আলোচনা করেছেন। বইটিতে নারীর প্রতি সহিংস আচরণ করা হলে এবং তার অধিকার লঙ্ঘিত হলে নারী আইনগতভাবে কী প্রতিকার পেতে পারে সে সম্পর্কে সহজবোধ্য ভাষায় আলোচনা করা হয়েছে। বইটি পাঠ করে আগ্রহী পাঠক বিবাহ, তালাক, বিশেষ বিবাহ আইন, বহুবিবাহ, অভিভাবকত্ব, ভরণপোষণ, দেনমোহর, সম্পত্তিতে নারীর অধিকার ও দত্তক গ্রহণ ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে নারীর অবস্থান সম্পর্কে একটি তুলনামূলক ধারণাও লাভ করতে সমর্থ হবেন।