প্রাগৈতিহাসিক কাল থেকে কানাডার অগ্রগতি ও ইতিহাসের ওপর নাতিদীর্ঘ কিছু রচনার সমষ্টিগত সংকলন এই গ্রন্থ ‘বৈচিত্র্যময় কানাডা : প্রাগৈতিহাসিক থেকে বর্তমান।’ বইটি বাঙালিদের কানাডাকে জানতে বিশেষ ভূমিকা রাখবে বলেই বিশ্বাস। ‘অভিবাসীদের দেশ’ কানাডা। পৃথিবীর প্রায় সব দেশের অভিবাসীই এখানে রয়েছে, সেটি কানাডীয়দের জন্য যুগপৎ আনন্দের ও গর্বের। যুগ-যুগ ধরে মনে করা হচ্ছিল বরফ যুগের শেষ না হওয়া পর্যন্ত উত্তর আমেরিকার এ অঞ্চলে মানুষ পৌঁছাতে পারেনি। সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত যদিও রয়েছেÑ মানুষ অন্তত ৩০ হাজার বছর আগে খোলা সমুদ্রের বিস্তৃত অংশ ধরে বিভিন্ন মহাদেশ অতিক্রম করেছে। তেমনিভাবে কানাডায়ও উপনীত হতে সক্ষম হয়েছিল কিছু মানুষ; যদ্যপি এই দেশের নাম তখন কানাডা ছিল না। প্রাগৈতিহাসিক কালে কানাডায় মানবজাতির আগমনেরও সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি। পরে ক্রমাগতভাবে ইউরোপীয়দের আগমনের ফলে পর্যায়ক্রমে অভিবাসন শুরু হয়েছিল। সংঘাতপূর্ণ সেই এক ইতিহাস। কানাডীয় ইতিহাসের এই অধ্যায়টিসহ অতীত ও ক্রমবিকাশের কিছু প্রসঙ্গ ধারণ করে বাংলায় আলোকপাত করতে এই গ্রন্থ রচনার প্রয়াস। তবে আধুনিক কানাডা আজ চর্চিত নানা ক্ষেত্রে নানা গৌরবগাথায়।