মানুষ অতীতকে মনে করে স্মৃতিকাতর হয়। বিশেষ করে শৈশবের সোনালি দিনগুলো। আমি সেই জায়গাটিতেই হাত দিয়েছি। যার প্রধান লক্ষণ প্রকৃতি প্রেম, প্রকৃতির উপাদানগুলোকে ঘিরেই আমার অনন্ত বিস্ময়, অপার আনন্দ এবং এক অন্তর্লীন প্রশান্তি। আমার কাছে প্রকৃতি এক সজীব ও চৈতন্যময় সত্তা। . গম্ভীর ও উচ্ছ্বাসহীন ভাষা পছন্দ নয়। আমার ভাষা আবেগপূর্ণ- যেন একটা রহস্যের আবরণে মোড়া। তাতেই ধরা পড়ে অসীমের ব্যঞ্জনা, অনন্তের বৈচিত্র্য। শুধু ছড়া নয়, কিশোর কবিতাও আমাকে ভীষণভাবে টানে। তাই বইটিতে ছড়ার পাশাপাশি কিশোর কবিতাও রেখেছি। দীর্ঘদিন পত্রিকায় লিখেছি, মূলত সেই লেখাগুলোই একত্র করেছি ‘কোথায় আমার সোনালি শৈশব’ ছড়াগ্রন্থে। . শৈশবের মায়া ছাড়তে পারি না। মনে পড়লেই স্মৃতিকাতর হই। তাই শৈশবকে ধরতে চাই। ছুঁতে চাই। কিন্তু একটাই অতৃপ্তি শৈশব ধরা দেয় না। তাই শৈশবকে হাতড়ে খুঁজেছি ছন্দের তালে, অলংকারের চালে। আশা করছি, বইটি পাঠকের মনোরঞ্জন করতে সক্ষম হবে। . কৃতজ্ঞতা জানাচ্ছি অগ্রজ কবি রাকিবুল এহছান মিনারের প্রতি। ভালোবাসা জানাচ্ছি ‘প্রিয় বাঁশখালী’ টিমের প্রতি। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দসহ যারা ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। জালাল উদ্দিন ইমন বরিশাল বিশ্ববিদ্যালয়