দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই প্রতিযোগিতা অত্যন্ত ব্যাপক। এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য সিভি হতে পারে গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। সেদিক বিবেচনায় চাকরিপ্রার্থীর কাছে সিভির গুরুত্ব অনস্বীকার্য। দুঃখজনক হলেও সত্য, বাংলা ভাষায় জীবনবৃত্তান্ত সম্পর্কিত ভালো মানের বই নেই বললেই চলে। এই বইটি সেই শুন্যতা পূরণ করবে বলেই আমার বিশ্বাস। বইটির সূচিপত্র এ কথাটিরই সাক্ষ্য দেয়। অধ্যায়ভিত্তিক এ বইটিতে জীবনবৃত্তান্ত সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, লেখক বইটির শেষে কিছু নমুনা সিভি সংযুক্ত করেছেন। পাশাপাশি আবেদনপত্র বা কভার লেটার নিয়েও একটি অধ্যায় রয়েছে। সিভিতে কীভাবে পাওয়ার ওয়ার্ড ব্যাবহার করবেন, সিভির ফরম্যাট কেমন হবে ইত্যাদি বিষয়েও রয়েছে দিকনির্দেশনা। সব মিলিয়ে ‘আপনার সিভি আপনার বিজ্ঞাপন’ জীবনবৃত্তান্ত সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ বই এ কথা বলা যায়। একটি নির্ভুল আকর্ষণীয় সিভির দুটি মৌলিক উদ্দেশ্য থাকে। এক চাকরিদাতার মনোযোগ আকর্ষণ করা। দুই প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে চাকরিদাতাকে অবহিত করা। সুতরাং একটি পূর্ণাঙ্গ এবং যথার্থ ভাবে তৈরি নির্ভুল সিভি পেশাজীবনে প্রবেশের প্রথম ধাপ। সে অর্থে বইটি প্রতিটি চাকরিপ্রার্থীর পেশাজীবনে প্রবেশের প্রথম ধাপ পার হতে সহায়ক হবে।