“সুস্থ স্তনের যত্নে সতর্কতা” বইটিতে স্তনের বিষয়ে সামাজিকভাবে অনুচ্চার্য/অস্পৃশ্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে স্তনের স্বাস্থ্যগত পরিচর্যার বিষয়টি (নারী পুরুষ নির্বিশেষে) কতটা গুরুত্বপূর্ণ তা বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা “সুস্থ দেহ সুস্থ মন” এর গুরুত্ব হয়তো উপলব্ধি করি, কিন্তু আমাদের দেশে নারী স্বাস্থ্যের বিষয়টি যে কত অবহেলিত তা স্তন সম্পর্কিত নানাবিধ রোগের চিকিৎসা করতে গিয়ে সহজেই অনুমান করতে পারি। “স্তন ক্যান্সার” এর মতো ভয়ানক ব্যাধি সম্পর্কে আমরা একেবারেই অসচেতন। যার ফলশ্রুতিতে এই প্রাণঘাতি রোগে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের মা, বোন বা স্ত্রীকে । স্তন ক্যান্সার ছাড়াও আরো নানাবিধ স্তন রোগে আক্রান্ত হলেও আমাদের দেশের নারীরা তা নিজের পরিবার পরিজন/আত্মীয় বা বন্ধুবান্ধবকে বলতে স্বস্তিবোধ করেন না, কারণ সহমর্মিতার অভাব। মনে রাখবেন “রোগ লজ্জার নয়, রোগের ব্যাপারে উদাসীনতা লজ্জার”। আমার বইটি উদ্দেশ্য হলো নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নারী স্বাস্থ্য বিশেষত মরণঘাতী "স্তন ক্যান্সার” সম্পর্কে সচেতন করে তোলা ও উৎসাহিত করা যাতে রোগের সঠিক চিকিৎসা গ্রহণ করে স্তন ও স্বাস্থ্য সুস্থ রাখতে পারেন । আসুন আমরা সবাই নারীঘাতী এই রোগের বিরুদ্ধে সোচ্চার হই। সচেতনতার হাত বাড়াই ও নারীজাতীকে বাঁচাই।