এই ব্ইটিতে আগুন কি ও কেন? আগুন বিজ্ঞান ও আগুন রসায়ন, তাপ উৎপাদন হার ও জ¦ালানী, ইনক্লোজার ফায়ার কি? আগুন নিরাপত্তা ও নিয়ন্ত্রনের মৌলিক মেকানিজম কি? আগুন নিরাপত্তা ব্যবস্থাপনা কি? এ্যাকটিভ —প্যাসিভ ফায়ার প্রটেকশন কি? ফায়ার এ্যালার্ম ও ডিটেকশন, হাইড্রেন্ট, স্প্রিংকলার, গ্যাস সাপ্রেশন কি ও কেন ইত্যাদি বিষয়ে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে। ফায়ার পাম্প, পাম্প রুমের ডিজাইন, পানির ট্যাংক ডিজাইন, ডিজেল ট্যাংক ডিজাইন, স্টেয়ারকেজ প্রেসারাইজেশন সিস্টেম ডিজাইন ক্যালকুলেশন আছে। সর্বোপরি আগুন আগুন নিয়ন্ত্রনে ও নির্বাপনে আমাদের করনীয় কি হতে পারে এবং অগ্নি দূর্ঘটনাকালে আমাদের করনীয় কি তা তুলে ধরা হয়েছে এখানে। সহজ সাবলীল ভাষায় পেশাগত অভিজ্ঞতার আলোকে বইটি লেখা হয়েছে, কর্মক্ষেত্রের উদাহরন দেয়া হয়েছে, ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, রেফারেন্স উল্লেখ করা হয়েছে। ১৭০ পাতার বইটি কালার প্রিন্ট। আশা করি শিল্প উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, মেইনটিন্যান্স ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার, কলেজ—বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বইটি যথেষ্ট উপযোগী হবে। ্আগুনের প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান যা জানা প্রয়োজন সকলের তার জন্যও বইটি আপনি সংগ্রহ করতে পারেন।
শাহজাহান আলম একজন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। জন্ম ১৯৭৫ সালে চুয়াডাংগা জেলাতে। মাত্র ৪ ঘন্টা বয়সে মাতৃহারা হন তিনি। মাতুলালয়ে নানা—নানীর কাছে লালিত—পালিত হন। গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। ২০০০ সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পোষ্ট গ্রাজুয়েশন প্রোগ্রামের ছাত্র। তিনি এক্সিস—ট্রাইএ্যাংগেল গ্রুপ এবং স্বজন মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। ঢাকা মেট্রোরেল লাইন ৫ (উত্তর রুট) এর মেকানিক্যাল কনসালটেন্ট। জহুরা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলের প্রিন্সিপ্যাল। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ফেলো, আমেরিকার টঝএইঈ (United States Green Building Council) প্রতিষ্ঠানের LEED (Leadership in Energy and Environmental Design) সার্টিফাইড প্রফেশনাল। তার প্রথম বই ”স্মৃতি ও প্রযুক্তি: বাংলাদেশের উন্নতি” ২০২১ সালে প্রকাশিত হয়। দূনীতিমুক্ত ও সবুজ অর্থর্নীতির সামাজিক কল্যানমুখী বাংলাদেশ তার স্বপ্ন।