Summary:
জান্নাতুল ফিরদাউস” আতরের ঘ্রাণ কে না চিনে ? কড়া, অভিজাত, ১০০ভাগ সবুজাভ ঘ্রাণ।
. ইতিহাসের পাতায় চোখ বুলালে আমরা দেখতে পাই, অনেক উপাদানের জটিল অথচ নিখুঁত সমন্বয়ে উন্নত সুগন্ধি তৈরিতে মধ্যপ্রাচ্যের রয়েছে প্রশ্নাতিত সুখ্যাতি। সমৃদ্ধ উপাদানের অতুলনীয় মিশ্রণ আরবের সুবাসকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে।
. ঘ্রাণের সাতকাহনঃ ৭০ এর দশকে প্রথম জন্ম নেয়া জান্নাতুল ফিরদৌস কয়েক যুগ ধরে একটি স্বতন্ত্র সুগন্ধির বৈশিষ্ট্য বহন করে চলেছে।শুরুতেই গার্ডেনিয়া, দারুচিনি এবং পদ্মের মনোমুগ্ধকর ছোয়ায় মনভরে উঠে।
. হার্ট নোটের শুরুতেই সবুজ ঘাস এবং ফার্নের মতো উদ্ভিদের সরব উপস্থিতি আপনি টের পেয়ে যাবেন। কিছু পরেই চুপিসারে হাজির হয়ে যাবে ওকমস, গোলাপ, কুমারিন এবং ল্যাভেন্ডার । সবাই মিলেমিশে হয়ে উঠে অপ্রতিরোধ্য এক ক্ল্যাসিক সুবাসের ভান্ডার।
. বেইজ নোটে পেয়ে যাবেন অরিয়েন্টাল আম্বার এবং উষ্ণ মাসালা চায়ের ঝাঁঝালো ছোঁয়া। এখানেই শেষ নয়!
. আরো আছে জেসমিন। শেষ কবে জেসমিন ফুল দেখেছেন, মনে পড়ে? এক বুক ব্যাকুলতা নিয়ে তার বাসনা নিয়েছিলেন কত বছর আগে? বেগুনী বোটার উপরে বসে আছে সফেদ রাজরানি, অসম্ভব মিষ্টি গন্ধ ছড়াচ্ছিলো! এই জেসমিনের সুবাসও পেয়ে যাবেন এই পারফিউমে।
. ব্যবহার এবং স্থায়িত্বঃ দীর্ঘ সময় এ সুবাস টিকে থাকে। এটি স্বাভাবিক কাজের দিনে আপনার মুডকে চনমনে রাখতে সহায়তা করবে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একটি আদর্শ পারফিউম ওয়েল।
. আপনার প্রয়োজন শুধুমাত্র কয়েক ফোঁটা জান্নাতুল ফিরদাউসের। ব্যাস, নিশ্চিন্তে দিন পার করে দিন। আপনাকে ছেড়ে এটি কোত্থাও যাবেনা, হলফ করে বলতে পারি। আপনাকে আর নিল আসমানের দিকে তাকিয়ে উদাস নয়নে আবৃত্তি করতে হবেনা “ কেউ কথা রাখেনি” কবিতাটি। জান্নাতুল ফিরদাউস কথা রেখে আসছে যুগ যুগ ধরে। এটি অনন্য,অসাধারণ। বলতে পারেন, আরবদের এটি একটি আবিষ্কার।
. স্বপ্নঃ এবার আপনাকে সিরিয়াস নোটে একটা কথা বলি। আচ্ছা, পাপে জড়ানো এই আমাদের সত্যিকারের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুযোগ হয় যদি? সেখানকার পরিবেশ, সেখানকার বাসনা কল্পনায় আসে ? আহা! ভাবাই যায়না সেই সুখের কথা!
. হে আসমানের মালিক, এই পাপী বান্দাদের প্রতি তুমি রহম করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে দাও। আমীন।
. টপ নোটঃ গার্ডেনিয়া, দারুচিনি, পদ্ম
হার্ট নোটঃ সবুজ ঘাস, ফার্ন, ওকমস, গোলাপ, কুমারিন, ল্যাভেন্ডার
বেইজ নোটঃ উডি নোটস, জেসমিন, মাসালা চা Specification: |
Title: | Azan Lifestyle Jannat Al Firdous Attar - 4.25ml |
Brand: | Azan Lifestyle |
Country Of Origin | Bangladesh |
Volume | 4.25 ml |
Gender | Men |
Features | Suitable for All Season Natural Ingredients Long lasting |
Alcohol Free | Yes |