বিংশ ও একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণ। বাংলাদেশের গ্রাম পাল্টে শহরে রূপ নিচ্ছে। অসংখ্য পাঠ্য বইয়ের বোঝা কাঁধে চড়িয়ে শিক্ষার্থীরা যখন ক্লান্ত, তেমনি সময় আসে করোনা ভাইরাস। বিদ্যালয় বন্ধ। অনলাইন শিক্ষার সুযোগে শিক্ষার্থীদের হাতে পৌঁছায় আধুনিক মোবাইল ফোন। তথ্য-প্রযুক্তির প্রসার ব্যাপক। একসময় যে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বোঝা বয়ে মেরুদন্ড সামনে ঝুঁকে পড়তো। এখন তারা ঘন্টার পর ঘন্টা মোবাইল আসক্তিতে ঝুঁকে থাকে। নত মাথা আর উঁচু করতে চায়না। চিকিৎসকগণের অভিমত- আধুনিক মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপের রেডিয়েশনে মানুষের চোখ, মস্তিস্কের ক্ষতি হয়। বিদেশীদের অনুকরণ প্রবণতা, হতাশা, উচ্চাকাঙ্খা সহ নেতিবাচক মানসিকতা প্রভাব বিস্তার করে। স্বাভাবিক আচরণ বদলে যায়। বাংলার চিরায়ত সংস্কৃতিতে প্রভাব ফেলে বিদেশীরা। কিন্তু কে মানে এসব? এমন সময় শান্তির এক জনপদ অশান্ত, ভয়ার্ত হয়ে ওঠে। চাউর হয়- মোবাইলে নাকি ভূত ভর করে! সেই ভূত রাগলে রাক্ষস রূপ নেয়! মানুষের মন মোহাচ্ছন্ন রেখে বিপথগামী করে। আচরণ পাল্টে দেয়। আত্মহত্যা, হত্যা, মারামারি, অশান্তি লেগেই থাকে। সেই ভূত দেখতে যেন আকাশ ছোঁয়া! তীব্র তার তেজষ্ক্রিয়া। মানুষ-প্রকৃতির রূপ, রস চুষে নেয়! কেন এসব করে, কোথায় থাকে সেই ভূত? কী চায় সে? নিকটজন হারানো দুই কিশোর বয়সী বন্ধু মোবাইল ভূতের খোঁজে যাওয়ার কথা ভাবে। এজন্যে তারা ফেলুদা, শার্লক হোমস সহ অনেক গোয়েন্দা বই পড়ে। গোয়েন্দা সিনেমা দেখে। তারপর একদিন খুদে গোয়েন্দা সেজে ভূতের খোঁজে যায়। জানতে পারে অনেক কিছু, পেয়ে যায় বাঁচার উপায়...
কপিল আমাদের বন্ধু। সাংবাদিকতায় একসাথে লেখাপড়া করেছি। এখন তিনি সংবাদ-কর্মী ও উন্নয়নকর্মী। সাংস্কৃতিক অঙ্গনেও তার ভূমিকা রয়েছে। তার জন্ম ১০ নভেম্বর, ১৯৭৮। শান্তির অন্বেষণে তিনি বারবার বাড়ি ছেড়েছেন। ১৯৯৪ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে 'ফুজি ফটোগ্রাফিক্সে' ১১ মাস ফটোগ্রাফির কাজ শেখেন। ১৯৯৭ সালে বাগেরহাটের দৈনিক দূত, খুলনার দৈনিক জন্মভূমি এবং এনামুর রেজা দীপুর নির্বাহী সম্পাদনায় প্রকাশিত 'খবর গ্রুপের' জনপ্রিয় ম্যাগাজিন 'চিত্রবাংলা'য় লেখা শুরু করেন। এ বছরই কলেজ ভাঙচুরের ছবি তোলাকালে সন্ত্রাসী হামলায় তিনি প্রথম আহত হন। ২০০০ সালের ২০ আগস্ট জনপ্রিয় নেতা আইনজীবী কালিদাস বড়াল হত্যা ও প্রতিবাদে আন্দোলন শুরু হয়। এই উত্তাল সময়ে 'দৈনিক যুগান্তর'র ভ্রাম্যমাণ প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর (বর্তমানে স্টাফ রিপোর্টার, ৭১ টেলিভিশন; বাগেরহাট জেলা প্রতিনিধি, কালের কণ্ঠ ও ইউএনবি) চেষ্টায় তিনি 'যুগান্তর'র উপজেলা প্রতিনিধি হন। ২০০৬ সালে সমকালে যুক্ত হন। ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) হতে আমরা 'সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা' অর্জন করি। আপসহীনভাবে অন্যায়ের চিত্র তুলে ধরায় সন্ত্রাসীরা একাধিকবার কপিলকে আহত করে। বিয়ের পর গ্রামীণ সাংবাদিকতা ছাড়েন। উন্নয়ন ও গবেষণামূলক প্রতিষ্ঠানে চাকরিজীবন শুরু করেন। ২০১৮ সালে শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছাড়েন। এরি ফাঁকে তিনি তৌফিক তাহেরর তথ্যচিত্র 'দশমহল বেতার', মোল্লা সাগরের তথ্যচিত্র 'ও পাখি' নির্মাণ, জেলায় জেলায় বই উৎসব, চট্টগ্রামে আন্তঃস্কুল নাট্য প্রতিযোগিতা, সুন্দরবনে ফিল্ম ক্যাম্পসহ নানা সাংস্কৃতিক কাজে ভূমিকা রাখেন। তার সম্পাদনায় সাহিত্য সাময়িকী 'কড়া নাড়ে', 'পূর্বাচল,' সুন্দরবনে শিবসার সুর 'বন্ধু' প্রকাশ হয়। তার সংগ্রহে রয়েছে কবিগানের দুর্লভ 'কবির পাল্লা।' লোককাহিনী, ভ্রমণ, অমানবিক ও বৈষম্যের নানা ঘটনার আলোকে গল্প লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। পাঠকের ভালো লাগলে তার লেখা সার্থক হবে। এই বই বিক্রয়ের টাকা তার চিকিৎসায় খরচ হবে। শামসুল আলম শামীম আইনজীবী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ