ফ্ল্যাপে লিখা কথা আয়কর আইনের মত প্রয়োজনীয় একটি বিষয়কে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকের বোধগম্যপযোগী করে তুলে ধরার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর একটি প্রামাণ্য বাংলা পাঠ থাকা প্রয়োজন। কিন্তু তা না থাকায় অনেকের পক্ষেই আয়কর আইন সম্পর্কে জানার সুযোগ হয়ে ওঠে না। ফলে আমাদের ব্যাপক জনগোষ্ঠী আয়কর আইন সম্পর্কে অনেকটা অজ্ঞই থেকে যান। অথচ আত্মনির্ভরশীল জ্ঞাতি হিসেবে পরিচিতি পেতে হলে কর সচেতন নাগরিক আমাদের অবশ্যই প্রয়োজন।
বাংলাদেশের আয়কর আইন সকল শ্রেণীর পাঠকের উপযোগী করে লেখা একটি গ্রন্থ। বিশেষত ছাত্র-শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবীসহ আয়করের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং করদাতাগণ এর মাধ্যমে উপকৃত হবেন। গ্রন্থটিতে বিভিন্ন বিষয় উপস্থাপনার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর প্রাসঙ্গিক সকল বিধি-বিধান যথাযথভাবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় আলোচনা-পর্যালোচনার পাশাপাশি বিষয়ের সাথে প্রাসঙ্গিক সকল বিধি এবং প্রয়োজনীয় Case Reference ও যথাস্থানে বিধৃত হয়েছে। বইটির পরিশিষ্টে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়কর বিষয়ক সিদ্ধান্তাবলি তুলে ধরা হয়েছে। এসবের মাধ্যমে আয়কর আইনের তাত্ত্বিক ও প্রায়োগিক প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যাবে।