বারো মাসে তের পার্বণের বড় উৎসব পহেলা বৈশাখ উৎযাপনের পর মুসলিম সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে বাঙালি মুসলিম। পুরো বাংলায় উৎসবের আমেজ। পরপর দুটি বড় উৎসব উন্মাদনায় বাঙালি জাতি। তবে এই উৎসব আয়োজনে বাধ সেধেছে প্রচণ্ড দাবদাহ। চৈত্রের খরতাপে পুড়ছে বসুন্ধরা। প্রচণ্ড উষ্ণতায় হাঁসফাঁস নাগরিক জীবন। তার মধ্যেই উৎসব আয়োজনে আনন্দ যেন ভিজে যাচ্ছে ঘামে। তবে উৎসবপ্রিয় বাঙালিকে দমিয়ে রাখা যায় না এসব প্রতিবন্ধকতার শিকলে। শিকল ভেঙ্গে উৎসব রঙিন হয় নিজস্ব নিয়মে। দীর্ঘ বিরতির পর আবার প্রকাশ হলো সৃজনশীল সাহিত্যের কাগজ কালস্রোত। এক ঘোষণায় যে পরিমাণ গল্প চলে এসেছে, তাতে অভিভ‚ত আমরা। দুই বাংলার লেখকদের কাছ থেকে পাওয়া অসংখ্য গল্প থেকে বাছাই করা প্রেমের গল্প নিয়ে প্রকাশ হলো কালস্রোতের বিশেষ এই প্রকাশনা। বাঙালি মনে কত যে প্রেম উঁকিঝুঁকি দেয় বিশেষ এই সংখ্যা পাঠ না করলে বুঝতেই পারবেন না। দুষ্টু মিষ্টি প্রেমের উপাখ্যান এই বিশেষ আয়োজনে। প্রেম বা ভালোবাসার কত রং কত আয়োজন, প্রেম যে কোন বাধা মানে না, তা পাওয়া যাবে এক মোড়কে। ভিন্ন ভিন্ন স্বাদের প্রেম প্রতিটি গল্পে। মানুষের জীবনের পরতে পরতে জমে থাকা প্রেম গল্প হয়ে এসেছে এই প্রেমের গল্প সংখ্যায়। প্রতিটি গল্পের দায় লেখকের। কারো জীবনের সাথে মিলে গেলে সেটি হবে কাকতাল মাত্র।
গণমাধ্যমেই ১ যুগের বেশি কাজ করছেন মাইদুর রহমান রুবেল। টেলিভিশনে সবমিলিয়ে প্রায় ৯ বছর। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন এবং লুৎফুননেছা বেগমের জ্যৈষ্ঠ সন্তান তিনি। একাডেমিকভাবে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি পাশ করে আদালত পাড়ায় ঘোরাঘুরির বদলে ঘুরপাক খাচ্ছেন গণমাধ্যমে। ২০১১ সালে প্রকাশিত হয়েছে তাঁর ছোট গল্পগ্রন্থ 'ফ্রেন্ড রিকোয়েস্ট'। এছাড়া নিয়মিত সম্পাদনা করছেন সৃজনশীল সাহিত্যের কাগজ 'কালস্রোত' এবং বাংলাদেশের একমাত্র ভূত বিষয়ক পত্রিকা 'ভূত ডটকম'। বেড়ানো আর আড্ডাপ্রিয় মানুষ তিনি। ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আইইটি স্কুল এর ম্যাগাজিন এবং এলাকাভিত্তিক ছোট কাগজে শুরু হয় লেখালেখির হাতেখড়ি। পুরোদমে যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জের স্থানীয় খবরের কাগজে লেখালেখির মাধ্যমে। পরে জেলার গণ্ডি পেরিয়ে দৈনিক যুগান্তরের মাধ্যমে অভিষেক ঘটে জাতীয় দৈনিকে লেখার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুগান্তরের স্বজন সমাবেশের সভাপতির দায়িত্ব ছিল তার কাঁধে। এর আগে প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় কুড়িখানিক সংগঠনের সাথে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। এর বেশিরভাগ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করতে হয়েছিল একই সাথে। বর্তমানে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড 'আরটিভি'র নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।