নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অতি গুরুত্বপূর্ণ বিশটি বিশেষ আইন এই বইতে সংকলন করা হয়েছে। মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ একটি বিশেষ আইন। আইনের নীতি হলো বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পায় অর্থাৎ একই অপরাধ সাধারণ প্রচলিত আইন তথা দণ্ডবিধির অধীন এবং বিশেষ আইনের অধীন হলে উক্ত অপরাধের বিচার বিশেষ আইনেই করতে হয়। নারী ও শিশুদের উপর অন্যায়, অত্যাচার এবং নিষ্ঠুরতার অপরাধকে কঠোর থেকে কঠোর হস্তে দমনের উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। অত্র আইন প্রণয়নের সময় কিছুটা দুর্বলতা থাকলেও পরবর্তীতে ২০০৩ সন এবং ২০২০ সনের সংশোধনীর মাধ্যমে অত্র আইনকে আরও শক্তিশালী করা হয়েছে, যাতে আইনের ফাঁক দিয়ে কোনো অপরাধী খালাস না পায়, তবে আইনকে যতই কঠোর এবং ত্রুটিমুক্ত করা হয় অপরাধী চক্র অপরাধের কৌশল ততই পরিবর্তন করে- এটা অপরাধ বিজ্ঞানে স্বীকৃত। বিচারের নীতি হলো বিচারকার্যকে স্বাভাবিক গতিতে চলতে দেয়া। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারাগুলোর বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত এবং প্রয়োগের ক্ষেত্রসহ আলোচনার পরেই সুপ্রীম কোর্টের গুরুত্বপূর্ণ রায়সমূহ প্রতিটি ধারার পরেই রেডি রেফারেন্স হিসেবে বইটিতে সন্নিবেশিত করেছি যাতে বইটির ব্যবহারকারীগণ উপকৃত হবেন। তাছাড়াও থানায় এজাহার দায়ের এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়েরের নমুনা এই বইটিতে সংযুক্ত করা হয়েছে যা বিজ্ঞ আইনজীবীসহ বিচারপ্রার্থীর বিশেষ সহযোগিতা হবে বলে আমি মনে করি।
Title
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অতিগুরুত্বপূর্ণ বিশটি বিশেষ আইন