আমাদের সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইন জানা দরকার। বিচারক ও আইনজীবীদের মতো আইন জানার প্রয়োজনীয়তা না থাকলেও মৌলিক আইন সম্পর্কে জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। কারণ মামলা-মোকদ্দমা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আর এর কারণ হিসেবে রয়েছে আইন ও বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের ধারণার অভাব। আবার আমাদের আইন ও বিচারব্যবস্থায় রয়েছে নানা ত্রুটি ও অসংগতি। আইন, বিচারব্যবস্থা ও মানবাধিকার বিষয়ক লেখালেখিতে পি.এম. সিরাজুল ইসলাম অনেকটায় স্বতন্ত্র অবস্থান করে নিয়েছেন। বাংলা ভাষায় লেখা মৌলিক আইন বইয়ের বেশ অভাব রয়েছে। তার উপর গুরুত্বপূর্ণ আইনগুলো একত্রে পাওয়াও দুঃসাধ্য ব্যাপার। বিশেষ করে দৈনন্দিন জীবনের যেমন-চেক ডিস্সনার, বিয়ে, তালাক, দেনমোহর, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, রিমান্ড, থানা-পুলিশ, জিডি, মোবাইল কোর্ট আইন, বিভিন্ন ধরনের লিগ্যাল নোটিশ, চুক্তি ও হলফনামা প্রভৃতি যে বিষয়গুলো সাধারণ জনগণের কাজে লাগে এবং জানা উচিত তা হাতের নাগালে পাওয়া যায় না। এই দিক থেকেও বইটি সাধারণ পাঠকের চাহিদা মেটাবে। বইটিতে একদিকে রয়েছে মামলা পরিচালনার নিয়ম-কানুন; অন্যদিকে রয়েছে বিভিন্ন মামলার আরজি, জবাব, আপিল, হলফনামা ও বিভিন্ন প্রকার দরখাস্তের নমুনা। বিষয়ভিত্তিক দিক-দিয়ে এগুলো সুন্দর ও সুচারুরূপে সন্নিবেশিত করা হয়েছে। ফৌজদারি মামলা পরিচালনা কিংবা ক্রিমিনাল প্র্যাকটিস বুঝতে, শিখতে এবং তা আদালতে প্রয়োগ করতে এ বইখানি নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। বইয়ের সন্নিবেশিত নিবন্ধগুলো আমার নজরে এসেছে। বইটিতে শুধু ফৌজদারি মামলা পরিচালনার নিয়ম-কানুনই তুলে ধরা হয় নি; বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করা হয়েছে। 'বিয়ে, তালাক, দেনমোহর, যৌতুক ও দাম্পত্য পুনরুদ্ধার' নামের অংশগুলোতে বেশ কয়েকটি গবেষণা ও অনুসন্ধানমূলক নিবন্ধ রয়েছে। নারী বিষয়ক আইন ও অধিকার নিয়ে বেশ কিছু লেখা সবার মনোযোগ আকর্ষণ করবে।