বড়ো দুঃসময় এখন। গত কয়েক বছরে দেশে সাম্প্রদায়িক সম্পর্ক ভয়াবহ জায়গায় এসে দাঁড়িয়েছে। মিথ্যা অভিযোগ সাজিয়ে গণপ্রহার বা খুন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা মুসলমান সমাজকেই অপর করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রতিদিনই তার নানা প্রকাশ দেখতে পাই নানাভাবে। জেনে বা না-জেনে শিক্ষিত মধ্যবিত্ত সংখ্যাগরিষ্ঠ সমাজের একটা বড়ো অংশ সেই পথেই হাঁটছে। তারা ইসলাম এবং মুসলমানদের নিয়ে মিথ্যা প্রচার সহজেই মেনে নেয়। তার একটা বড়ো কারণ অবশ্যই মুসলমান এবং ইসলাম বিষয়ে না-জানা। এ ব্যাপারে শিক্ষিত বাঙালি হিন্দুর অবজ্ঞা এবং অজ্ঞতা অপরিসীম। শিক্ষিত হিন্দু বাঙালির বেশিরভাগই হয় ইসলাম সম্পর্কে প্রায় কিছুই জানে না, নয়তো তারা যেটা জানে তা সম্পূর্ণ ভুল বা মিথ্যা। এবং প্রায়শ মনগড়া তথ্য। মুসলমান প্রতিবেশীদের ঘাড়ে। এই ছক ভেঙে বেরনোর তেমন কোনও চেষ্টা শিক্ষিত হিন্দু বাঙালির নেই। প্রতিবেশীর সঙ্গে একটু মেলামেশা করলেই অনেক ভ্রান্ত ধারণার অবসান হয়। ভুল বোঝাবুঝি মেটে। সহজ মেলামেশার সুযোগ রয়েছে অনেক। তবে তার জন্য চাই ইচ্ছে আর সংকল্প। প্রতিবেশী মুসলিম সম্প্রদায়কে জানার আরেকটা উপায় বই। সে ব্যাপারেও রয়েছে উদ্যোগের খামতি। পড়াশোনা করে ইসলামকে বা মুসলমানদের বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা যেমন নেই, তেমনই তা জানার জন্য সহজ বাংলায় তেমন বইয়েরও অভাব রয়েছে। মুহাম্মদের জীবন, ইসলামের উদ্ভব, কোরান, হাদিস, শরিয়ত, জেহাদ, ইসলামের বিশ্বজোড়া বিস্তার, সভ্যতার অগ্রযাত্রায় ইসলামের অবদান এবং আজকের অবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এ বইয়ে। ধর্মের ইতিহাসের পাশাপাশি আছে বাংলায় ইসলাম, দৈনন্দিন জীবন, মাদ্রাসা শিক্ষা, নারী, সুফিবাদ বা উৎসব উদ্যাপন-এর মতো বিষয়ে আলোচনা।