২০২১ এবং ২০২৩ সনের হাইকোর্ট পারমিশন পরীক্ষার প্রশ্নের ধরন থেকে ধারনা করা যায়, আগামী দিনের হাইকোর্ট পারমিশন পরীক্ষায় নতুন নতুন প্রশ্নের সমারহে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাই গতানুগতিকভাবে ৩টি ড্রাফট শিখে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করা মুসকিল। নিয়মিত পড়াশুনা এবং চর্চা করা ছাড়া হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। এই বইয়ের এটা ৩য় প্রকাশ এবং ২য় সংস্করণ এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি গ্রæপের প্রশ্নের উত্তরে এবং নোটে আনয়ন করা হয়েছে সংযোজন, বিয়োজন, সংশোধন। বইটিকে ৫টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগে নোটের পাশাপশি মূল আইনের প্রয়োজনীয় ধারাসহ তুলে ধরা হয়েছে। কারণ মূল আইনকে বুঝে এই বইটি অধ্যয়ন করলে আশাকরি পরীক্ষায় ভালো ফলাফল করা যেতে পারে। বিশেষ করে বিগত ২০২১ এবং ২০২৩ সনের পরীক্ষার প্রশ্নসমূহের উত্তর এবং লিগ্যাল আর্গুমেন্ট কিংবা লিগ্যাল গ্রাউন্ডসমূহ অত্যান্ত আন্তরিকতার সহিত দেওয়ার চেষ্টা করেছি। প্রয়োজনীয় অধ্যায়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা নজিরসমূহ সকলের উপকারে আসবে বলে মনে করি। যদিও এই বইয়ের এটা ৩য় প্রকাশ এবং ২য় সংস্করণ, তারপরও অনিচ্ছাকৃত ভুল-ত্রæটি থেকে যাবে। তাই সকলের পরামর্শ একান্তভাবে কাম্য।