বক্ষমান পুস্তকটি 'বাংলাদেশ পর্যটন ভূগোল শীর্ষক গ্রন্থর দ্বিতীয় সংস্করণ। গ্রন্থখানার প্রথম সংস্করণ প্রকাশ করেছিল দেশের শীর্ষতম প্রকাশনা ও গবেষনা সংস্থা বাংলা একাডেমী। অধুনা বিশ্বে পর্যটন একটি লাভজনক শিল্প রূপে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান প্রভৃতি দেশেও পর্যটন শিল্পের যথেষ্ট উন্নয়ন দেখা যায় এবং এসব দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এসব দেশে পর্যটন শিল্পের উন্নয়নের অগ্রযাত্রা এখনও অব্যাহত আছে। আমাদের দেশে পর্যটন শিল্পের উন্নয়নের যথেষ্ট সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সময়োপযোগী করে এদেশের পর্যটন খাতকে গড়ে তোলা সম্ভব হয়নি। সরকারি এবং বেসরকারি পর্যায়ে এ শিল্পের কিছু কিছু উন্নয়নমূলক কার্যাবলি লক্ষ্য করা গেলেও বহির্বিশ্বের তুলনায় এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বহুলাংশে পিছিয়ে রয়েছে। এদেশে নৈসর্গিক সৌন্দর্য বিশ্বের সকল দেশের অধিবাসীর কাছে প্রিয়। তাই পর্যটন খাতকে আধুনিকায়নের মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব যা এই ক্ষুদ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে। এজন্য দরকার এ শিল্পের ওপর যুগোপযোগী অনুসন্ধান, গবেষণা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।