বলতে পারেন, আইনের আবার রকম ফের কি? আসলে আইন তো আইন-ই হয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে আইনের বই পড়তে ও বুঝতে সমস্যা তৈরি হয়েছে সেই জায়গাগুলো সহজ করে উপস্থাপন করা আমাদের বইয়ের মূল বৈশিষ্ট্য। ‘গাইড ফর ভ্যাট আইন, বিধি ও ফরম’ সিরিজ : ০২ - বইটিতে মূসক ফরম, ধারা ও বিধি ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে করে যে কোনো সাধারণ মানুষের মূসক ফরম সংক্রান্ত আইনের বিষয়ে বুঝতে সমস্যা তৈরি না হয়। এই বইয়ে মূসক ফরম সংক্রান্ত ধারা ও বিধি খুঁজতে যাওয়ার প্রয়োজন হবে না। মূসক আইনে সর্বমোট আঠার ধরনের মূসক ফরম আছে যার আলাদা নামকরণ করে সূচিপত্র করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় কোন ফরম কি কাজে ব্যবহার করা হয়। বইটিতে মূসক ফরমের বিস্তারিত ব্যখ্যা করা হয়েছে। যেখানে নতুন ভ্যাট আইন ও বিধি নিয়ে ছোটবড় সমস্যার সমাধান দেয়া হয়েছে। যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে- ১. নিবন্ধন ও তালিকাভূক্তি ২. মূসক এজেন্ট নিয়োগ ৩. আমদানী পর্যায়ে এটি ফেরত, কাচামাল সংক্রান্ত ৪. হিসাবরক্ষন ও সমন্বয় ৫. সম্পূরকশুল্ক সমন্বয় ৬. মাসিক দাখিল পত্র ৭. কুটনৈতিক ও আর্ন্তজাতিক সংস্থার মূসক ফেরত ৮. মাসিক দাখিল পত্রের বিলম্বিত নোটিশ ৯. প্রবেশ, তল্লাশি ও জব্দকরণ সংক্রান্ত কার্যক্রম ১০. তত্বাবধানাধীন কার্যক্রম ১১. সরকারী পাওনা আদায় সংক্রান্ত কার্যক্রম ১২. জবানবন্দী প্রদানের নোটিশ ১৩. বিকল্প বিরোধ নিস্পত্তি ১৪. মূসক লাইসেন্স, ছাড়পত্র ও সম্মানপত্র সংক্রান্ত
লেখক পরিচিতি: মোঃ আলিমুজ্জামান। লিড কনসালটেন্ট টিআরসি। পারিবারিকভাবে তিনি একজন রত্নাগর্ভা স্বর্ণপদকপ্রাপ্ত মায়ের সন্তান। তিনি ১৯৯৮ সালে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে ক্রাউন সিমেন্ট গ্রুপ এর মহাব্যবস্থাপক (ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস) হিসেবে চাকরি জীবন শেষ করেন। ক্রাউন সিমেন্ট এ নয় বছর চাকরি কালে এনবিআরে ভ্যাট-ট্যাক্স কাস্টম নিয়ে কোনো জরিমানা অথবা মামলা না থাকায় সেরা কমপ্লায়েন্স প্রতিষ্ঠান হওয়ার যোগ্যতা অর্জন করে। এরপর ২০১৯ সালের আগস্ট মাসে স্বচ্ছ- ভ্যাট আইনে, দক্ষ- ন্যায্য ভ্যাট প্রদানে এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন দি রিয়েল কনসালটেশন (টিআরসি) নামের একটি ভ্যাট কনসাল্টিং ফার্ম। চারবার শুরু থেকে শুরু করা অদম্য সাহসী এক মানুষ। তিনি সব সময় ভ্যাট আইন মেনে নয় ব্যবসা যেভাবে পরিচালিত হয় সে অনুযায়ী ভ্যাট আইন তৈরি করতে অভ্যস্ত। তিনি পেশার দায়বদ্ধতা থেকে ভ্যাট পেশার থাকা মানুষদের নিয়ে সেমিনার ও নিয়মিত টেনিং করে যাচ্ছেন। 'সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল কমানো সম্ভব’ এই স্লোগান নিয়ে দিনের পর দিন প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন পেশার ব্যবসায়ীদের এবং কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপার এর জন্য আর্টিকেল লিখেছেন এবং এই বইও সেই সেবা কর্মেরই একটি অংশ। সাধারণ ব্যবসায়ীগণ ও ফ্যাট পেশায় কাজ করা মানুষদের সেবা করার মধ্য দিয়েই একসময় তিনি হয়ে ওঠেন ভ্যাটবন্ধু আলিমুজ্জামান।