ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের নতুন সিলেবাসের আলোকে গণিত বিভাগ ১ম বর্ষ সম্মান শ্রেণির জন্য সামষ্টিক অর্থনীতির মূলনীতি (Principles of Macro economics) বইটির কাজ শেষ করতে পেরে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ কাজে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছে আমার মেয়ে অর্থনীতির শিক্ষক অরিন ফারিয়া শাওন। মূলত শিক্ষার্থীরা বই পড়তে গিয়ে কোথায়, কেন আটকে যায়, কীভাবে লিখলে 'সহজে বুঝা যায়- এই বিষয়ে তার কাছ থেকে সার্বক্ষণিক সহায়তা নিয়েছি। তাছাড়া সহকর্মী ও শিক্ষার্থী বন্ধুদের নিকট থেকে এ বিষয়ে প্রচুর পরামর্শ ও সহযোগীতা পেয়েছি। সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিটি অধ্যায়ের শুরুতে শিখনফল (Learning Outcome) তুলে ধরা হয়েছে এবং অধ্যায় শেষে সংক্ষিপ্ত প্রশ্ন ও অপেক্ষাকৃত বড় প্রশ্ন যুক্ত করা হয়েছে। একইসাথে কিছু সৃজনশীল প্রশ্ন (এনসিটিবি প্রবর্তিত এস, এস, সি, এবং এইচ, এস, সি, এর অনুরূপ নয়) যুক্ত করা হয়েছে। নিয়মিত ক্লাশ না করলে মুখস্থ করে, না বুঝে, টেক্সট বই না পড়ে এসব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। প্রশ্নকর্তা-শিক্ষক-সহকর্মী বন্ধুগণ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের মান উন্নয়নে প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে বিষয়টি ভেবে দেখবেন।