পরম করুণাময় আল্লাহর অশেষ কৃপায় জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রবর্তিত এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য 'ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র' ব্যাংকিং ও বিমা বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বইটিতে প্রয়োজনীয় উদাহরণ তথ্যচিত্র, উপমা, তথ্যের উৎস, সারসংক্ষেপ, জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নপদ্ধতির আলোকে দেয়া হয়েছে। এর বাহিরেও শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে বিভিন্ন বোর্ডের ২০১৬ থেকে ২০২৩ সালের প্রশ্ন ও প্রশ্নোত্তর দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি সম্ভাব্য প্রয়োজনীয় সংখ্যক উদাহরণ দেয়া হয়েছে। বইটি রচনায় সৃজনশীল মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ ম্যানুয়াল অবলম্বনে রচনা করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নতুন শিক্ষাক্রম ও নির্দেশনা অনুযায়ী বইটি রচনা করা হয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে। বিভিন্ন কলেজের শিক্ষকদের পরামর্শক্রমে নতুন সংস্করণটি সাজানো হয়েছে। এতে শিক্ষার্থীরা পূর্বের চেয়ে বেশি উপকৃত হবেন।
Title
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা -২য় পত্র (একাদশ ও দ্বাদশ শ্রেণি)