অধিকাংশ শিক্ষার্থীর উচ্চমাধ্যমিকের 'বাংলা দ্বিতীয় পত্র' (ব্যাকরণ ও নির্মিতি) সম্পর্কে অল্প ধারণা রয়েছে। মাধ্যমিক পর্যায়ে ব্যাকরণ বহুনির্বাচনি আকারে আসে। ফলে শিক্ষার্থীরা সেভাবেই শিখে। উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষায় ব্যাকরণসহ বাংলা দ্বিতীয় পত্রের ১০০ নম্বরই লিখিত, কোনো বহুনির্বাচনি নেই। আবার কিছু বিষয় তাদের কাছে একেবারেই নতুন। এতে শিক্ষার্থীরা খুবই সমস্যায় পড়ে। প্রচলিত বইসমূহে তথ্য বিড়াট, বানানের করুণ দশা ও বিষয়ের বাহুল্যে শিক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে হিমশিম খায়। অধিকাংশ বই থেকে শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, কীভাবে উত্তর দিতে হবে, কোনটি পড়া প্রয়োজন, কোনটি অপ্রয়োজন- তা বুঝতে পারে না। ফলে বইয়ের প্রতি তাদের এক ধরনের ভীতি ও অনীহা ভাব দেখা যায়। এসব বিবেচনায় মনে হলো শিক্ষার্থীদের উপযোগী সহজভাবে একটি শুদ্ধ মানের 'বাংলা দ্বিতীয় পত্র' (ব্যাকরণ ও নির্মিতি) বইয়ের প্রয়োজন। শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে এবং বইয়ের প্রতি ভীতির পরিবর্তে ভালোবাসা জন্মে, সেজন্য বইটিতে প্রতিটি বিষয় সহজভাবে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়গুলো চর্চা করে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে। উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নে (ক) অথবা (খ) থাকে। শিক্ষার্থীরা যে-কোনোটির উত্তর দিতে পারবে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য আমরা (ক), (খ) উল্লেখ করে দিয়েছি। বইটিতে যেসব তথ্য সন্নিবেশিত হয়েছে তা সংগৃহীত হয়েছে বিভিন্ন বই, পত্রিকা ও ইন্টারনেট থেকে; ব্যাকরণ ও বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির নিয়মাবলি অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধরূপ জানতে পারে এজন্য বোর্ড পরীক্ষার প্রশ্নে যেসব শব্দের বানানে ভুল রয়েছে, আমরা বইতে। সেগুলো শুদ্ধ করে দিয়েছি।
Title
বাংলা ২য় পত্র (ব্যাকরণ ও নির্মিতি) - (একাদশ ও দ্বাদশ শ্রেণী)