Hergé’s classic comic book creation Tintin is one of the most iconic characters in children’s books. These highly collectible editions of the original 24 adventures will delight Tintin fans old and new. Perfect for lovers of graphic novels, mysteries and historical adventures.Join the world’s most famous travelling reporter in his final unfinished adventure, Tintin and Alph-Art.In an interview shortly before his death, Herge wrote of the last Tintin adventure: "The plot revolves around a tale of forgers … The book is set in the world of contemporary art. The narration itself is in the course of evolution. I am still doing my research and I honestly don't know where this story will lead me." Sadly, the tale was never completed, but this unique book gives an insight into the work Herge had done on the project before he died. At the end, Tintin is about to be cast into a living sculpture by a mysterious enemy – one last cliffhanger for the world's best-loved boy journalist.The Adventures of Tintin are among the best books for readers aged 8 and up.Hergé (Georges Remi) was born in Brussels in 1907. Over the course of 54 years he completed over 20 titles in The Adventures of Tintin series, which is now considered to be one of the greatest, if not the greatest, comics series of all time. Have you collected all 24 graphic novel adventures?Tintin in the Land of the SovietsTintin in the CongoTintin in AmericaTintin: Cigars of the PharaohTintin: The Blue LotusTintin: The Broken EarTintin: The Black IslandTintin: King Ottakar’s SceptreTintin: The Crab with the Golden ClawsTintin: The Shooting StarTintin: The Secret of the UnicornTintin: Red Rackham’s TreasureTintin: The Seven Crystal BallsTintin: Prisoners of the SunTintin: Land of Black GoldTintin: Destination MoonTintin: Explorers of the MoonTintin: The Calculus AffairTintin: The Red Sea SharksTintin in TibetTintin: The Castafiore EmeraldTintin: Flight 714 to SydneyThe Adventures of Tintin and the PicarosTintin and Alph-Art
টিনটিনভক্তদের কাছে এই বেলজিয়ান কার্টুনিস্টের নামটি অত্যন্ত আপন বলে মনে হবে। টিনটিনসহ আরো অনেক কালজয়ী কমিকস চরিত্রের স্রষ্টা অ্যার্জে; তাঁর প্রকৃত নাম জর্জ রেমি। তবে ছদ্মনামেই তিনি অধিক পরিচিত। তিনি জন্ম নিয়েছিলেন ১৯০৭ সালের ২২ মে। বিংশ শতাব্দীর ইউরোপীয় কমিকসের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম তাঁরই। জীবনে একবারও হার্জ এর বই পড়েনি, তখনকার সময়ে এমন শিশু-কিশোর ইউরোপে খুঁজে পাওয়া ভার ছিল। তবে অ্যার্জে এর কমিকস কোনো সময় বা স্থানের গণ্ডিতে বাঁধা পড়ে নেই, অভিযাত্রিক হয়ে ছড়িয়ে পড়েছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে। তেপান্তরের মাঠে সোনালী আভায় এখনও জ্বলজ্বল করে অ্যার্জে এর সৃষ্টি। টিনটিন ছাড়াও যে দুটো ধারাবাহিক কমিকের জন্য অ্যার্জে স্মরণীয় হয়ে আছেন, সেগুলো হলো ‘কুইক এবং ফ্লুপকে’ এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ জো, জেট অ্যান্ড জোকো’। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জর্জ রেমির কলমে জন্ম নেয় দুঃসাহসী টিনটিন চরিত্রটি। টিনটিন নিয়ে লেখা অ্যার্জে এর বই সমূহ থেকে একসময় নির্মাণ করা হয় বহু নাটক-সিনেমাও। টিনটিন অনুবাদ করা হয়েছে পঞ্চাশোর্ধ্ব ভাষায়। টিনটিন এর বাংলা বই আজও তাই জড়িয়ে আছে অনেক বাংলাভাষীর স্কুলপালানো সময় কিংবা টিফিনের জমানো টাকার স্মৃতিতে। ১৯২১ সালে টিনটিনের পথচলা শুরু হয় ‘সোভিয়েত দেশে টিনটিন’ দিয়ে, এবং অ্যার্জের মৃত্যুর আগপর্যন্ত, অর্থাৎ ১৯৮৩ সাল পর্যন্ত তার অভিযাত্রা অব্যাহত থাকে। অনেক পাঠকই টিনটিনের সাথে বড় হয়েছেন বলা যায়। ১৯৮৩ সালের ৩রা মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে টিনটিনের মতোই কোনো এক নাম না জানা অভিযানে বেরিয়ে পড়েন অ্যার্জে।