মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় এবং ব্যবসায় শিক্ষা বিষয়ক পুস্তক প্রকাশের সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান মিলেনিয়াম পাবলিকেশন্স-এর পরিচালক ভ্রাতৃদ্বয় এস. এম. লুৎফর রহমান ও এম. সাইফুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও সহায়তায় আমাদের Principles of Management অর্থাৎ "ব্যবস্থাপনার নীতিমালা" (মার্কেটিং বিভাগের) বইটির সর্বশেষ সংস্করণ প্রকাশিত হলো। এ সংস্করণটি নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণরূপে সুবিন্যস্তভাবে সজ্জিত। তাছাড়া, প্রশ্নপত্রের পরিবর্তিত ধরন অনুসারে পর্যাপ্ত পরিমাণ Definition ও Quizzes এবং ৪ (চার) মার্কসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংযুক্ত করা হয়েছে। এবারের এই নতুন সিলেবাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ সিলেবাসের আলোকে প্রণীত এবং এখানে ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব দেয়া হয়েছে। সেজন্য আমরা বিভিন্ন বিষয়ের সহজ উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক বিষয়গুলো সুবিন্যস্তভাবে তুলে ধরার প্রয়াস পেয়েছি। আজকের শিক্ষার্থীরাই আগামি দিনের ব্যবস্থাপক। তাই একজন শিক্ষার্থী যাতে দক্ষ ব্যবস্থাপক হতে পারে সে লক্ষ্যেই এ সিলেবাসটি প্রণীত হয়েছে। এ বইটি রচনায় অনেক দেশী-বিদেশী বই ও আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে সহজে অনুধাবন করতে পারে সেজন্য যতটুকু সম্ভব সহজ ভাষা ব্যবহার করা হয়েছে।