আমার জন্য লেখালেখি করা অনেক কঠিন ছিল কারণ পড়াশুনায়, খেলায় কখনও ভাল ছিলাম না, আমি জানি আমার ট্যালেন্ট কম, কিন্তু আমি হাল ছাড়ার মানুষ না, আর এই একটি বিশ্বাস আমাকে এই বইটি লিখতে সাহায্য করেছে। বাংলায় দক্ষতা কম, শব্দভাণ্ডার কম, এক লাইন লিখতে গেলে তিন লাইন কাটতে হতো। সেই সাথে সময় বের করা এবং ক্রিকেট খেলাকে বাংলায় লিখা খুব কঠিন একটা কাজ। ক্রিকেট খেলার অনেক অর্থ বাংলায় করতে গেলে এবং সেটা বুঝাতে গেলে হয়তো কাউকে বুঝানো সহজ হবে না, বা পুরো অর্থই বাংলায় মিলবে না, বিশেষ করে টেকনিক গুলো কেউ বুঝতে পারবে না। ধরুন আমি বাংলায় ‘অফ ড্রাইভ’ এর অর্থ লিখতে গেলে কি দাঁড়াবে ‘বন্ধ চালান’। পুরো অর্থ টাই ক্রিকেটের সাথে মিলবে না। তাই আমি চেষ্টা করেছি ক্রিকেটের শব্দ গুলো ক্রিকেটের মত রেখতে যেন সহজে সবাই পড়তে পারে। আমার একটাই উদ্দেশ্য, বইটি পড়ে ক্রিকেটার, কোচ বা ক্রিকেটের সাথে যারা আছেন তারা যেন একটু হলেও উপকৃত হয়। এই বইটি লিখতে হয়তো আমার অনেক বছর লেগেছে, সময় যত গড়িয়েছে, মনে হয়েছে আমি কি লিখলাম, আগের লিখাগুলো তো ঠিক হয়নি, আবার নতুন করে লিখতে হবে, কারণ কোচিং করানোর অভিজ্ঞতার সাথে সাথে বার বার মনে হয়েছে, এটাতো এখন একটু বদলিয়েছে, নতুন নতুন আইডিয়া মাথায় আসতে থাকে, পুরোনো লিখা বাদ যায়, এ ভাবেই কাজ এগিয়েছে। ছোট বেলা থেকেই অভ্যাস ছিল কোথাও কারও ভাল কথা বা কোনো লিখা পছন্দ হলে সেটা আমি আমার ডাইরিতে লিখে রাখতাম, এই বইতে অনেক কথা আছে যে গুলো হয়তো আমার না, কিন্তু কে বলেছে বা লিখেছে সে নামটা হয়তো আমি লিখে রাখিনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারও কথা এখানে চলে আসে এবং সেই সাথে তাদেরও ধন্যবাদ দিতে চাই। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেই মানুষটাকে, যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, যার কারণে আজ আমি কোচিং পেশায় আসতে পেরেছি, আমার যিনি শিক্ষা গুরু, আমার প্রতিটা পথ চলায় যিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন জনাব নাজমুল আবেদীন ফাহিম স্যার। স্যারের কথা আসলে কখনোই কোথাও বলা হয়নি, ভবিষ্যতে হয়তো কোথাও বলবো, কিন্তু স্যার এর রুম থেকে বই চুরি করে অনেক দিন ধরা খেয়েছি, স্যার কিছুই বলেনি আমাকে। আমরা একটা ব্যাচলর ফ্লাট এ থাকতাম, আমি নতুন কোচিং এ এসেছি তখন, ডাইনিং এ খেতে বসলে সব স্যাররা যখন কথা বলত কোচিং নিয়ে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। হকির কাউছার স্যার, ট্র্যাক এন্ড ফিল্ড এর রুমি স্যার উনাদের কথা বার্তা আর কোচিং জ্ঞান দেখেই আসলে নিজের ভাবনার জগতটা বদলে যায়। উনাদের কথা বলার ধরন, ভাব আদান প্রদান এর যে স্কিল তা আমি সব সময় ফলো করতাম। আমি খুব ভাগ্যবান যে কোচিং জীবনের শুরুটা উনাদের পাশে থেকে হয়েছিল।