বিসিএস লিখিত পরীক্ষার জন্য 'গ্রন্থ-সমালোচনা' বিশাল বটবৃক্ষগুলোকে বনসাই করে গড়ে তোলার একটি প্রচেষ্টা। বাংলা সাহিত্যের সমৃদ্ধ কিছু গ্রন্থকে নিবিড় পাঠ ও গবেষণার মাধ্যমে, কয়েকজন সুসাহিত্যিকের হাতের মসলিন বুননে রচিত হয়েছে এ গ্রন্থ। বিগত পরীক্ষাগুলোর প্রশ্নে ধরণের আলোকে নির্বাচন করা হয়েছে গ্রন্থসমূহ। আলোচনাকে সাহিত্য করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা ছিলো আন্তরিক। সময়-জ্ঞানকে মাথায় রেখে এগুলির আকার নির্ধারণ করা হয়েছে। সমকালীন শব্দ নির্বাচন এবং সমৃদ্ধ ভাষায় আলোচনাকে শিল্পীত-সুন্দর করার চেষ্টা করা হয়েছে। কবি, গল্পকার এবং গবেষক-তিনজন অভিজ্ঞ সাহিত্যিকের সমন্বয়ে প্রচেষ্টা ছিলো পরিশীলিত শিল্পকে আপনাদের হাতে তুলে দেয়ার। মেধাবী পরীক্ষার্থীগণ এ গ্রন্থ পাঠে সমৃদ্ধ হবেন বলেই আমরা আশা করি। সম্মানিত শিক্ষকগণের (বিশেষত তারিক মনজুর স্যার) বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশিত আকাঙ্খাকে সামনে রেখে আমরা লেখার চেষ্টা করেছি গ্রন্থ-সমালোচনাগুলো। প্রথম প্রকাশে সাবধানতার পরও কিছু ভুল থেকে যেতেই পারে। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। সাহিত্য-বৃক্ষের প্রতিটি ফুল আপনাদের সুগন্ধ দিক। আর সফলতায় ভরে উঠুক আপনাদের জীবন।
ফিরোজ আহমেদ ১৯৮১ খ্রিস্টাব্দে ০১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা' ভাষা ও সাহিত্যে স্নাতক এবং সুতোকোত্তর ডিগ্রি লাভ করেন। আধুনিক এবং প্রগতিশীল একজন কবি হিসেবে সাহিত্যাঙ্গণে তার সুনাম রয়েছে। এ গ্রন্থ প্রকাশের পূর্বে তার আটখানা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি পূর্ব-পশ্চিম সম্পাদক- মণ্ডলীর সদস্য এবং খুলনা রাইটার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন ।