Akhorbirtto
মানসম্মত ও নির্ভুল গ্রন্থপ্রকাশ সবসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বুকে ধারন করে এক স্বপ্নবাজ তরুন লেখক আনিস সুজন তার অসাধারণ একটি টিমকে সাথে নিয়ে 'বইকে শুধু আপন বুঝি, বইয়ের ভেতর স্বপ্ন খুঁজি' এই স্লোগানকে পুঁজি করে ২০১৭ থেকে বাণিজ্যিকভাবে নিয়মিত কাজ করে যাচ্ছে। সূচনালগ্ন থেকেই প্রমিত বানান রীতিতে মানসম্মত বই করার প্রয়াস চালিয়ে যাচ্ছে অক্ষরবৃত্ত। সময়ের ধারাবাহিকতায় খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, থ্রিলার, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, শিশুসাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ করেছে শতাধিক বই। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাঙালিদের বইও প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। ২০১৯ থেকে নিয়মিতভাবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে অক্ষরবৃত্ত। এছাড়াও বিভাগীয় ও জেলাভিত্তিক বইমেলা ও স্কুলমেলা অক্ষরবৃত্ত অংশগ্রহণ করে থাকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর এর বইকেনা প্রকল্পে ২০১৯ থেকে নিয়মিত ভাবে অক্ষরবৃত্তের বই নির্বাচিত হয়ে আসছে। এছাড়াও বিভিন্ন এডুকেশন প্রজেক্টে অক্ষরবৃত্তের বই তাদের পরিচালিত স্কুল পাঠাগারের জন্য নির্বাচিত হয়েছে।