বইটি এদেশের ইসলামী রাজনীতিকে নতুন করে বুঝতে সাহায্য করবে। ইসলামী রাজনীতির গতিপথ নির্ধারণে সহায়ক ভূমিকা রাখতে পারে এই বই। এখানে 'পীর সাহেব চরমোনাই রহ.' বলতে মরহুম মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ. কে বুঝানো হয়েছে। যদিও বইটির নাম দেওয়া হয়েছে তার 'রাজনৈতিক দর্শন' কিন্তু এতে তার পুরো জীবনের সকল ধরণের মিশনের একটা সংক্ষিপ্ত বিববরণ রয়েছে। যদিও ব্যখ্যাসাপেক্ষ লেখা শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাধারা নিয়েই। এখানে পীর সাহেব চরমোনাইকে মূলে ধরে গোটা ইসলামপন্থী রাজনীতি, ইসলামী বিপ্লব, শাসনতান্ত্রিক পরিবর্তন, তাজদিদ, আধুনিক রাষ্ট্রবাদী ধারণাসহ এমন কিছু বিষয়ে নতুন আলাপ তুলে আনা হয়েছে, যা ইসলামী রাজনীতির সাথে জড়িত সকলের চিন্তার জগতে আঘাত হানতে পারে। চিন্তার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। বইয়ের প্রথম দিকেই পীর সাহেব চরমোনাই রহ.-এর পরিচয় এবং তার জীবনের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হয়েছে। তারপর তার জন্মের সময়কার বিশ্ব পরিস্থিতি এবং সে সময়কার সামাজিক-রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি যে সময়টায় কাজ করেছেন, সে সময়ের কিছু বৈশিষ্ট্য এবং বাংলাদেশে ইসলামপন্থার অবস্থান অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তার কর্মধারাকে ৮ ভাগে ভাগ করা হয়েছে- ক. দাওয়াত ও তাবলীগ খ. আত্মশুদ্ধি গ. বিদআত অপসারণ ঘ. কুরআন শিক্ষার প্রসার ঙ. ইলমে দীনের প্রসার চ. ইসলামী রাজনীতি ছ. ইসলামী ঐক্য প্রতিষ্ঠা জ. বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বলয়ের বাহিরে স্বনির্ভর শক্তিশালী ধারা তৈরি। এই ৮টির প্রত্যেকটির বিষয়ে সংক্ষিপ্তাকারে কিছু বিবরণ তুলে ধরা হয়েছে। যা তার এই কর্মধারাকে জানতে এবং বুঝতে সহযোগিতা করে।