সমাজবিজ্ঞান-দ্বিতীয় পত্র বইটি জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে রচিত যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য অনুমোদিত। এ বইটিতে সৃজনশীল অনুশীলনীসহ বিষয়বস্তুর পুনর্বিন্যাস বাস্তবমুখী হওয়ায় বইটি জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়ক হবে এবং কর্মক্ষেত্রে তার বাস্তব প্রয়োগের মাধ্যমে তারা নিরাপদ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারবে। বইটিতে সাম্প্রতিক তথ্য, উপাত্ত ব্যবহার করা হয়েছে। আমরা যথেষ্ট গুরুত্বসহকারে বইটিকে তাত্ত্বিক ব্যবহারিক দিক যুগোপযোগী করার চেষ্টা করেছি। অত্যন্ত সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় রচিত হওয়ায় সমাজবিজ্ঞানের পাঠকতো বটেই, সাধারণ পাঠকদের নিকটও বইটি সুখপাঠ্য বিবেচিত হবে। আশা করি শিক্ষার্থীদের নিকট বইটির বিষয়বস্তু অতি সহজে বোধগম্য হবে। ফলে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন ও ভালো ফলাফল অর্জনে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। বইটিতে অসাবধানতাবশত কোনো তথ্য বাদ পড়লে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দান করলে সাদরে গ্রহণ করে পরবর্তী সংস্করণে তা সংযোজন করা হবে। এখানে উল্লেখ্য যে, আমাদের রচিত সমাজবিজ্ঞান-প্রথম পত্র বইটিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত হয় এবং শিক্ষক-শিক্ষার্থী মহলে যথেষ্ট সমাদৃত হয় এবং সমাজবিজ্ঞান- দ্বিতীয় পত্র বইটিও শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে একইভাবে গ্রহণযোগ্য হবে বলে আমরা দৃঢ় আশা পোষণ করছি।