মহান সৃষ্টিকর্তার অশেষ করুণা যিনি বায়োডাইভারসিটি বইটি লেখার সামর্থ্য দান করেছেন। মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞানের উচ্চশিক্ষা দেওয়া নিয়ে বেশ কয়েক দশক ধরেই চিন্তাভাবনা ও আলোচনা চলছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুস্তক সমিতিসহ দেশের খ্যাতিমান শিক্ষকমণ্ডলী এক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নিয়ে সম্মানিক স্তরের উদ্ভিদবিজ্ঞানের গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশ করতে এগিয়ে এসেছেন। স্নাতক (সম্মান ও পাস) স্তরের জন্য বাংলা ভাষায় উদ্ভিদবিজ্ঞানের বই অবশ্য আগেও তৈরি হয়েছে এবং হচ্ছে কিন্তু অনার্স ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য সিলেবাসভিত্তিক তেমন কোন বায়োডাইভারসিটি বই প্রকাশিত হয় নি। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে গ্রন্থটির প্রকাশনা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই গ্রন্থটির পাণ্ডুলিপি রচিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ কলেজের অনার্স পার্ট-৪, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে। কখনও বা নতুন পরিভাষা তৈরি করার চেষ্টা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাংলা পরিভাষার সাথে সাথে ইংরেজি ভাষার প্রচলিত শব্দগুলো ব্যবহার করার চেষ্টা হয়েছে। আশা করি এতে ছাত্র এবং শিক্ষকদের কিছুটা সাহায্য হবে।