বিসমিল্লাহির রাহমানির রাহিম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অর্থনীতি তৃতীয় পত্র (সামষ্টিক অর্থনীতি) ও চতুর্থ পত্র (অর্থ/মুদ্রা, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা) বই রচনা করতে পেরে সর্বপ্রথম মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ্। আশা করি এই বইগুলো ভাষাগত দিক হতে অনেক সহজ হয়েছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর স্ট্যান্ডার্ড মানের হয়েছে। বইগুলো লেখার ব্যাপারে আমাকে যারা উৎসাহ প্রদান করে যাচ্ছেন তারা হলেন- অধ্যক্ষ মোঃ মতিউর রহমান (শ. প্রে. জি. র. ক.); সহকারি অধ্যাপক মোঃ নুরুল আলম (শ. প্রে. জি. র. ক.); মোঃ এনামুল হক বিপ্লব (প্রভাষক, শ. প্রে. জি. র. ক.); মোঃ আলম মিয়া (প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ); মোঃ খোরশেদ আলম (প্রভাষক: দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ); মোঃ রফিকুল ইসলাম, (সহঃ অধ্যাপক জুবিলী কলেজ); গৌতম ঢালী (প্রভাষক: জুবিলী কলেজ); মোহাম্মদ আলী (জুবিলী কলেজ), মাহফুজ আহম্মেদ এবং আমার সকল ছাত্রছাত্রী বৃন্দ। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ, বইটিতে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে তা আমাদের Help line এ জানাবেন। বইগুলো লিখতে গিয়ে যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তারা হলেন- আমার মা, আমার স্ত্রী (ফারহানা আক্তার নিপা), আমার দুই মেয়ে (আয়রা ও আরিশা)। পরিশেষে বলা যায়, বইগুলোর মাধ্যমে যদি ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপকৃত হয় তাহলে আমার শ্রম সার্থক হবে।