বিসিএস এ সাফল্যের কিছু কমন ক্রাইটেরিয়া যদি আমরা বের করি তাহলে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল সিলেবাসটা ভালো করে বুঝে নেওয়া। কোন বিষয় প্রিলিমিনারি এবং রিটেন দুইটার জন্যই কাজে লাগে আর কোনটা শুধু পরিলির জন্য বা রিটেনের জন্য কাজে লাগে তা বুঝে নিতে হয় তাহলে সহজ হয়ে যায় প্রস্তুতি নেওয়া। বিসিএস এ কারা সাফল্য লাভ করে ? এই প্রশ্নের উত্তর আমরা বের করতে চাইলে দেখতে পাই যারা বুঝে পড়ে এবং কি পড়া দরকার তা বুঝতে পারে, এদের জন্য সাফল্য ধরা দেয় খুব তাড়াতাড়ি। তাই সিলেবাস বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। বিসিএস সিলেবাসের দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে ১০ মার্ক্স এর প্রশ্ন আসে। তাই এটা বলার অপেক্ষা রাখে না এই অংশ পড়াটা কতটা গুরুত্বপূর্ন। আমরা প্রশ্নের প্যাটার্ন যদি দেখি তাহলে দেখা যায় এই প্রশ্নগুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আদতে বেশ জটিলও। প্রত্যেকটি উত্তর সঠিক বলে মনে হতে পারে। তাই সঠিক উত্তর কোনটি তা বের করা জটিল হয়ে পড়ে। এজন্যই ওরাকল পাবলিকেশন্স তাদের শ্রম এবং অভিজ্ঞিতা দিয়ে বের করেছে “৪৬তম ওরাকল বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন “। এই বইয়ে থিওরি, এম সি কিউ প্রাকটিস এবং কেন উত্তরটি সঠিক তার যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়েছে। খুব সহজেই একজন তার প্রস্তুতি এবং তার উন্নতি এই বইয়ের মাধ্যমে যাচাই করে নিতে পারবে। আর অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে তাই আর অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। এখনি প্রস্তুতি এবং নিজেকে ঝালিয়ে নেওয়ার উত্তম সময়। এই বইটি হয়তো আপনাকে সেই কাজে অনেক সহযোগিতা করতে পারবে।
Title
ওরাকল বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন - ৪৬তম বিসিএস