পৃথিবী সয়লাব হয়ে যাবে বন্যায়। পূর্বাভাস দেওয়া হয়ে গেছে। নূহের নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছে সবাই। প্রত্যেক প্রজাতির প্রাণী থেকে এক জোড়া করে নেওয়া হবে নৌকায়। কবুতর এসে পেঙ্গুইনদের জানিয়ে গেল, সকাল ঠিক আটটায় উঠতে হবে নৌকায়। কিন্তু বন্ধুকে ছাড়া নূহের নৌকায় দুই পেঙ্গুইন যাবে, তা তো হতে পারে না। বাক্সে ভরে নিয়ে যায় তারা তাদের ছোট বন্ধুকে। সরল এই গল্পের আবরণে গভীর দার্শনিক প্রশ্ন উস্কে দিয়েছেন জার্মান শিশুসাহিত্যিক উলরিশ হুব। বড় দুই পেঙ্গুইনের ঈশ্বরে আস্থা অবিচল, কিন্তু ছোট পেঙ্গুইনের মাথায় নানা প্রশ্ন। সেই প্রশ্নে জর্জরিত তার সঙ্গীরা। ছোট পেঙ্গুইনের ব্যাখ্যা-বিশ্লেষণে মুগ্ধ এমনকি নূহের নৌকার বার্তাবাহক কবুতরটিও। হাসি ও আনন্দে ভরা চমৎকার এক অভিযানের গল্প ‘সকাল আটটায় নূহের নৌকায়’। শুধু গল্পই নয়, গল্পের ভেতর দিয়ে শিশুদের জগতের মৌলিক প্রশ্নগুলোর অন্যতম একটির উত্তর খোঁজার ব্যাপারে ভীষণ কৌতূহলী করবে এই বই। জার্মান ভাষার এই শিশুতোষ উপন্যাস এরই মধ্যে অনূদিত হয়েছে বিশ্বের বহু ভাষায়। এরই মধ্যে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড ও ইতালিতে পুরস্কৃত হয়েছে এই বই। উলরিখ হুবের লেখা বইটির অলঙ্করণ করেছেন ইয়র্গ মিউলে। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন অদিতি কবির।