ধরুন, আপনি কোনো মানুষকে দেখে তার সম্পর্কে বলে দিলেন কেমন হবে বিষয়টা? আবার ধরুন আপনি এনজাইটিতে আছেন, ডিপ্রেশনে আছেন, সাইকোলোজিক্যালভাবে ডিস্টার্ব ফিল করছেন। খুব কষ্টে আছেন। কাউকে ভুলতে চাচ্ছেন কিন্তু পারছেন না। আপনি জীবনে কিছু করতে চাচ্ছেন, কিন্তু মনে অনুপ্রেরণা পাচ্ছেন না - আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। - এই সকল সমস্যার সমাধান দিচ্ছে মুসা গালিব। আবার ধরুন - আপনি জানেনা আপনার জীবনে কি করা উচিৎ! আপনি জানেন না আপনি কে? আপনার শক্তি কি? আপনার মধ্যে কি কি ইন্টেলিজেন্স আছে! - মুসা গালিব দেখিয়ে দিচ্ছে - কি কি জিনিস থাকলে বুঝবেন আপনি কোন ইন্টিলিজেন্স এর আওতায় পড়েন। সোজা কথা নিজেকে জানার একটা সুযোগ। এবার ধরুন - আপনার থ্রিলার লাগবে,ডিটেকটিভ গল্প লাগবে, তদন্ত লাগবে - সমস্যা নাই তো মুসা গালিব আছেন না। মুসা গালিবের প্রাইভেট একটি ডিটেকটিভ এজেন্সি ছিল। নাম হোমস ডিটেকটিভ এজেন্সি। ক্রিমিনোলোজি, সাইকোলজি, ক্রিমিনাল জাস্টিস, ,সোশিয়লজি অনেক কিছুতে ডিগ্রি নিয়ে তারপর মাঠে নেমেছেন। মুসা গালিবের একজন শিষ্য আছে যার বয়স ১৭ বছর। যে কিনা ভবিষ্যৎ বলতে পারে। আশা করা যায় বইটি পাঠকদের খুব অন্য রকম এক জগতে নিয়ে যাবে। কাউন্সিলিং তো আছেই। "মুসা গালিব" মি: অবজারভার। বিশেষ অনুরোধ: বইটি থেকে যা শিখবেন জানবেন তার মিস ইউজ করবেন না।