"আধুনিক পদ্ধতিতে মাছ চাষ" বইটির মুখবন্ধ অংশ থেকে নেয়াঃ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলাশয় যেমন বাড়ছে না, তেমনি দেশের আনাচে-কানাচে প্রচুর ডােবা-নালা, পুকুর-দিঘি, হাওর-বাঁওড় এবং মৌসুমি মাছ চাষের জন্য প্রচুর নিচু জলাভূমি থাকা সত্ত্বেও সঠিক প্রযুক্তির অভাবে এসব সম্পদকে কাজে লাগিয়ে মাছ চাষে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এছাড়া দিন দিন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমাদের মাথাপিছু প্রাণিজ আমিষের ঘাটতি দেখা দিচ্ছে। মাছ চাষ একটি লাভজনক উৎপাদন কার্যক্রম হলেও মাছ চাষের প্রয়ােজনীয় জ্ঞান, কলাকৌশল ও দক্ষতার অভাবে অনেকেই কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হন। কেননা মাছ চাষ একটি প্রকৃতিনির্ভর পরিবর্তনশীল উৎপাদন কৌশল যা মাটি, পানি, আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিবেশ ও অবস্থাভেদে পার্থক্য হয়ে থাকে। উন্নতজাতের সুপরিপক্ক ব্রুড মাছ ব্যবহার গুণগত মানসম্পন্ন পােনা উৎপাদনের পূর্বশর্ত এবং মাছ চাষে অধিক উৎপাদন ও মুনাফা অর্জনের জন্য উন্নতমানের পােনার ব্যবহার অপরিহার্য। পােনা উৎপাদনে ব্রুড মাছের ভুল নির্বাচনের প্রভাবে ব্রুড স্টকের অবক্ষয় এবং অন্তঃপ্রজননজনিত সমস্যার কারণে পােনার গুণগতমান সংরক্ষণে বিপর্যয় দেখা দিচ্ছে। এই পুস্তিকায় স্বাভাবিক মাছের পরিচিতিসহ হ্যাচারিতে পােনার গুণগত মানে ক্রমাবনতি ও অন্তঃপ্রজনন সমস্যা সৃষ্টির কারণ, প্রাকৃতিক উৎস থেকে রেণু পােনা ও ব্রুড মাছ সংগ্রহ ও প্রতিপালন, উন্নতজাতের ব্রুড মাছ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কলাকৌশলসহ মাছ চাষের যাবতীয় বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে।