বিশ্বব্যাপী একটি জনপ্রিয় বুদ্ধিবৃত্তিক ধাঁধার নাম সুডোকু। দেহের সুস্থতা ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন হয়, তেমনি মগজে শান দিতেও প্রয়োজন বিশেষ ধরনের ব্যায়াম বা অনুশীলন। বুদ্ধির ব্যায়াম করতে, নিউরনের কার্যক্ষমতা বাড়াতে কিংবা অলস সময়ে আনন্দের জন্য এই জাপানি ধাঁধা সহায়ক হয়ে উঠতে পারে। এ ধাঁধা সমাধানের একমাত্র প্রয়োজনীয় জিনিস সংখ্যা। তবে এতে নেই গণিতের কোনো কারিকুরি। শুধু বুদ্ধি ব্যবহার করে খুঁজে বের করতে হবে, কোন ঘরে কোন সংখ্যাটি বসবে। অবশ্য সুডোকুতে গণিতের প্রয়োজন না থাকলেও গণিতে সুডোকুর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ গাণিতিক সমস্যা সমাধানে ধারাবাহিক যুক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের যুক্তিসম্পর্কিত সমস্যা সমাধানে দক্ষ হতে নিয়মিত এ ধরনের চর্চা প্রয়োজন। কারণ মস্তিষ্কের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে এ ধরনের সমস্যা নিয়ে বেশি বেশি চর্চার বিকল্প নেই। এতে বুদ্ধির যে ব্যায়াম হবে, সেটাই তাদের চিন্তাভাবনা বিকশিত করতে সহায়তা করতে পারে। যেকোনো ধরনের পড়াশোনার জন্যই চিন্তাশক্তি বিকশিত করা অত্যন্ত জরুরি। এই বইয়ে মোট ২০০টি সুডোকু রয়েছে। সবার শুরুতে রয়েছে তুলনামূলক সহজ সুডোকু। প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু কঠিন। এর পরেরটা আরেকটু কঠিন। অর্থাৎ বইয়ের যত গভীরে যাওয়া যাবে, সুডোকু হবে তত চ্যালেঞ্জিং। তত বেশি বুদ্ধি খাটাতে হবে সমাধানের জন্য। ফলে যাঁরা এই বইয়ের সাহায্যে সুডোকু সমাধান শুরু করবেন, ৯ তাঁরা যেমন আনন্দ পাবেন, তেমনি যাঁরা আগে থেকে সুডোকু সমাধান করতে পারেন তাঁরাও হতাশ হবেন না।
কাজী আকাশের জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে। পড়ালেখা গণিতে। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা সম্পাদনার সঙ্গে জড়িত। নিয়মিত লেখেন প্রথম আলো এবং জনপ্রিয় কিশোর ম্যাগাজিন কিশোর আলো য়। গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিশোর সাহিত্যসহ নানা বিষয়ে তাঁর লেখালেখি।