একটি ভ্রমণকাহিনি। আড়াই হাজার বছর আগে ভূমধ্যসাগর তীরবর্তী ক্ষুদ্র রোম রাজ্য কালক্রমে বিস্তৃতিলাভ করে যে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল তার প্রভাব আজ সমগ্র পৃথিবীতে ব্যাপৃত। দেড় সহস্রাধিক বছর পূর্বে সেই সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও তখনকার উন্নত নগর, শিক্ষা, সংস্কৃতি, শাসন, স্থাপত্য, ভাষ্কর্য, ও শিল্পকলা সমগ্র বিশ্বে আজও নন্দিত ও প্রচলিত। ইউরোপীয় রেনেসাঁ থেকে প্রাপ্ত আধুনিক বিজ্ঞান ও অবিষ্মরণীয় শিল্পকলার জন্মভূমিও ইতালি। সারা ইতালি জুড়ে সংরক্ষিত পুরনো সেসব নিদর্শন স্বচক্ষে দেখা একটি ঘোরলাগা অনুভূতির জন্ম দেয়। শুধু স্থান ও ভ্রমণ বর্ণনাই নয়, লেখক বর্তমানের আলোকে ঐতিহাসিক ঘটনা বিচার করার চেষ্টা করেছেন। তিনি অজানা কিন্তু আশ্চর্য কিছু ঘটনা বিবৃত করেছেন, যা রোমান এবং ইতালির ইতিহাসেরই অঙ্গ। ‘মানুষের মগজে আদমের সৃষ্টি’, ‘পেশাব ট্যাক্স’, ‘মার্চেন্ট অব ভেনিস’ তেমনি তিনটি মাত্র উদাহরণ। রোম, পোম্পেই এবং ফ্লোরেন্সের মতো ঐতিহাসিক স্থানের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টুসকানি ও চিংকোটেরা ভ্রমণের মনোজ্ঞ বর্ণনাও রয়েছে। এছাড়া রয়েছে বর্তমান ইতালিরও সরব উপস্থিতি। প্রকৃতি এবং ইতিহাসপ্রেমী উভয় পাঠকই এই বই পড়ে আনন্দ পাবেন ও উপকৃত হবেন।