স্পেনের রাষ্ট্রীয় ভাষা Castellano (কাসতেয়ানো) বা স্পাঞীয়। অধুনা সংযুক্ত স্পেনের বহিঃ প্রকাশের পূর্বে স্পাঞীয় ভাষা কিছুটা অবিন্নস্ত থাকিলেও বর্তমানে ইহা অত্যন্ত সুবিন্নস্ত। ১৪৯২ সনে কলম্বাসের আমেরিকা আবিস্কারের পর স্পাঞীয় ভাষা উত্তর আমেরিকার কিয়দংশ সহ দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশে বিস্তৃত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, উত্তর আমেরিকা ও কানাডার একটা বিরাট অংশ সহ দক্ষিণ আমেরিকার ২৪ টি দেশে স্পাঞীয় মাতৃ ভাষা হিসাবে ব্যবহৃত হইতেছে। সংখ্যার দিক থেকে, চীনা ভাষার পরই অধিকাংশ মানুষের মাতৃ ভাষা হইতেছে স্পাঞীয় ভাষা এবং ইহার সংখ্যা আনুমানিক ৫০ কোটি। স্পাঞীয় ভাষা দক্ষিণ আমেরিকায় লেটিন ভাষা হিসাবে পরিগণিত এবং দক্ষিণ আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে লেটিন আমেরিকা হিসাবে পরিচিত। মূলত পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের ভাষাই লেটিন শব্দের বিবর্তন থেকে সৃষ্টি হইয়াছে। স্পাঞীয় ভাষাসহ ইংরেজী, ফরাসী, জার্মান, ইটালীয়ান এমন কি বাংলা ভাষার অনেক শব্দ লেটিন ভাষা হইতে আসিয়াছে। স্পাঞীয় ভাষায় অনেক মূল শব্দ লেটিন ভাষা হইতে আসিলেও আধুনিক স্পাঞীয় ভাষায় ইংরেজী, ফরাসী, ইতালীয়ান, আরবী ইত্যাদি শব্দের ব্যবহার বিশেষ ভাবে লক্ষ্যণীয়।