বইটিতে মূলত একবিংশ শতকের গোড়ার দিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে প্রবন্ধের সংকলন হয়েছে।দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে তার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশিত হয়েছিলো।সেই,কলামগুলোই বইটিতে একত্রিত করে পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে।বইটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হামলাকে হাইলাইট করা হয়েছে।হামলা দুটো বাংলাদেশের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচিত করেছে। এছাড়াও,চট্টগ্রামে ধরা পড়া দশট্রাক অবৈধ অস্ত্রের কথাও উঠে এসেছে বইটিতে। √১৭ ই আগস্ট,২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলা √২১ শে আগস্ট,২০০৪ সালের গ্রেনেড হামলার প্রেক্ষিতে আলোচনা এছাড়াও,বইটিতে স্থান পেয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কের এদিক-ওদিক,পাকিস্তান,তাইওয়ান,চীনের নানান আলোচনা। হবিগঞ্জে হামলা চালিয়ে অর্থমন্ত্রী,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,আন্তজার্তিক অঙ্গনপ সুপরিচিত এস এম কিবরিয়া হত্যার ঘটনা।এরকম বেশকিছু আলোচিত বিষয়ের বিশ্লেষণমূলক ব্যাখ্যা এবং এর ফলাফল কী হতে পারে কিংবা সমাধানের পথ সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। একবিংশ শতকের গোড়ার দিকের বাংলাদেশের রাজনীতির মাঠ,সন্ত্রাসী কর্মকান্ড কিংবা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচিত ঘটনা সম্পর্কে অবহিত হতে পারবে একজন পাঠক অতি দ্রুতই বইটির মাধ্যমে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর হয়েছেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫ বছর। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। একজন নিরাপত্তা বিশ্লেষকের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাঁর সূক্ষ ও ক্ষুরধার আলোচনাগুলো এই প্রবন্ধে পাওয়া যাবে।
Brigedier J.M. Sakaoat Hosen Ret. ১৯৪৮ সনের ১ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দু’বছর পাকিস্তানের বন্দি শিবিরে কাটিয়ে ১৯৭৩ সনে দেশে প্রত্যাবর্তন করেন এবং ১৯৭৫ সনের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯-৮১ সনে ঢাকায় সেনাসদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে দুটি ইনফেনট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। লেখক বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কৃতিত্বের সাথে সম্পন্ন করে দ্বিতীয়বারের মত আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউ এস এ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এ ডি সি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি দেশী-বিদেশী বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম ও বইয়ের লেখক হিসেবে অধিক পরিচিত। এ পর্যন্ত তার তেইশটি বহুল পঠিত বই প্রকাশিত হয়েছে। তা ছাড়া দেশী-বিদেশী ইলেকট্রনিক মিডিয়ায় নিরাপত্তা ও ভূ-রাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। ২০০৭ সনের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সনের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে। ২০০৮ সনের জাতীয় এবং স্থানীয় সরকারের পাঁচ হাজারের বেশি নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা।