ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) ও চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তোলে। সামরিক অফিসারের তত্ত্বাবধানে ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership Training) প্রদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে সে সশস্ত্রবাহিনীসহ সমাজের সবক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯টি এবং মেয়েদের ০৩টি সহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ১। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ২। ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ৩। মির্জাপুর ক্যাডেট কলেজ, ৪। রাজশাহী ক্যাডেট কলেজ, ৫। সিলেট ক্যাডেট কলেজ, ৬। রংপুর ক্যাডেট কলেজ, ৭। বরিশাল ক্যাডেট কলেজ, ৮। পাবনা ক্যাডেট কলেজ, ৯। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ১০। কুমিল্লা ক্যাডেট কলেজ, ১১। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ১২। ফেনী গার্লস ক্যাডেট কলেজ।