প্রিয় শিক্ষার্থী, নতুন শিক্ষাক্রমে সবগুলো বিষয়ের জন্য একটি করে বই পেলেও বিজ্ঞানের জন্য তোমরা দুইটি বই হাতে পেয়েছো। একটি অনুশীলন বই এবং অপরটি অনুসন্ধানী পাঠ। স্বাভাবিকভাবেই তোমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যে কোন বইটি পড়বো, কিভাবে পড়বো ইত্যাদি। মূলত অনুশীলন বইটিতে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার আলোকে তোমরা বিজ্ঞানকে বুঝতে শিখবে। আর এ যাত্রায় প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান লাভ করবে অনুসন্ধানী পাঠ থেকে । তোমাদের অনেকের কাছে ব্যাপারটি বেশ জটিল ও অগোছালো মনে হতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এই সহায়ক বইটিতে আমরা বিজ্ঞানের অনুশীলন ও অনুসন্ধানী পাঠ বই দুটির সমন্বয়ে পাঠ্যবইয়ের আলোচ্য বিষয় ও শ্রেণির কাজগুলোকে উপস্থাপন করেছি, যেনো তোমরা আনন্দের সাথে বিজ্ঞান শিখতে পারো। বইটিতে পাঠ্যবইয়ের প্রতিটি শিখন অভিজ্ঞতাকে অনুশীলন বই এর অনুকরণে অনেকগুলো সেশনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেশনে রয়েছে যে বিষয়গুলো জানতেই হবে' এবং ‘চলো অনুশীলন করি' নামে দুটি অংশ । ‘যে বিষয়গুলো জানতেই হবে' তথা প্রথম অংশ তৈরি করা হয়েছে Basic Concept Development কে মাথায় রেখে। প্রতিটি সেশনে আলোচিত Theory গুলোকে বিস্তারিত বর্ণনা ও চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এ অংশে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত সেশনের জন্য প্রয়োজনীয় Basic Concept Develop করতে পারবে। ‘চলো অনুশীলন করি’ তথা দ্বিতীয় অংশটি তৈরি করা হয়েছে Practice কে মাথায় রেখে। এ অংশের কাজগুলো বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ওই সেশনটিতে দক্ষ হয়ে উঠবে। এই সহায়ক বইটিতে তোমাদের অনুশীলন বইয়ের কাজ ও প্রজেক্ট সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা তো থাকছেই, সাথে থাকছে বিশ্লেষণধর্মী নমুনা সমাধান। এতে তোমরা শ্রেণির কাজগুলো বুঝে নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবে। এছাড়াও প্রতিটি শিখন অভিজ্ঞতার শেষে থাকছে Assignment ও এর সমাধান । তোমাদেরকে এবারের নতুন মূল্যায়ন পদ্ধতির সাথে পরিচিত করতে এবং ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করতে শিখন অভিজ্ঞতার শেষে রয়েছে ‘মূল্যায়ন প্রস্তুতি' ও এর নমুনা সমাধান। এগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা একদিকে বিজ্ঞানের বাস্তব অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে, অপরদিকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যাবে। আমরা আশা করি, নতুন শিক্ষাক্রমে তোমাদের বিজ্ঞানযাত্রাকে আনন্দময় করতে এই বইটি সহায়তা করবে। বইটি তোমাদেরকে বিজ্ঞানের প্রতি কৌতুহলী করার পাশাপাশি একজন সুদক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।