সামাজিক গবেষণা ও পরিসংখ্যান পরিচিতি উক্ত বিষয়ের ওপর একটি পূর্ণাঙ্গ বই। একত্রিশটি অধ্যায়ে বিভক্ত বইটি সামাজিক গবেষণার প্রায় সকল দিকের বিস্তারিত আলােচনা ও গভীর বিশ্লেষণ-সমৃদ্ধ। বইটিতে সামাজিক গবেষণার মতাে একটি জটিল বিষয় সহজ-সরল ভাষায় সহজবােধ্য অথচ সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। সকল পর্যায়ের শিক্ষার্থী যাতে অতি সহজে বিষয়টি আত্মস্থ করতে পারেন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাঠকদের বুঝবার সুবিধার্থে গুরুত্বপূর্ণ প্রতিশব্দের ক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজি প্রতিশব্দ ব্যবহার। করা হয়েছে। বইটি ইতােমধ্যেই সামাজিক গবেষণা শেখা এবং শেখানাের একটি উৎকৃষ্টমানের বইয়ে পরিণত হয়েছে। পাঠকসমাজ যাতে বিষয়টির ওপর অধিকতর তথ্যের সন্ধান পেতে পারেন সেজন্য প্রতিটি অধ্যায়ের শেষে তথ্যসূত্র এবং সবশেষে গ্রন্থপঞ্জি দেওয়া হয়েছে। অনুশীলন করার জন্য পরিসংখ্যান অংশে প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনী সংযােজিত হয়েছে। পাঠকসমাজের সহজ ব্যবহারের জন্য বিষয় নির্ঘণ্ট ও লেখক নির্ঘণ্ট সংযােজন করা হয়েছে। বইটি সামাজিক বিজ্ঞানের সকল অধ্যয়ন-ক্ষেত্রের শিক্ষার্থী, সমাজ-গবেষক, পরিকল্পনাবিদ, নীতিপ্রণেতা ও সাধারণ পাঠকের প্রয়ােজন পূরণ করবে।