১ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নসমূহ "আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ" উক্তিটির আলোকে বাংলাদেশ সরকার গৃহীত ৩টি প্রকল্প সর্ম্পকে আলোচনা করুন। [৪৫ তম বিসিএস] ২ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ/উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ/বর্তমান সরকারের উল্লেখযোগ্য অজন আলোচনা করুন। ৩ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার প্রস্তুতি নিয়ে আলোকপাত করুন। অথবা "বাংলাদেশ: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ" আলোচনা করুন। [৪৩তম বিসিএস] 8 দারিদ্র্য বিমোচন বলতে কী বোঝায়? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকার গৃহীত কার্যক্রমগুলো আলোচনা করুন। [৪৫তম বিসিএস] ৫ সামাজিক অস্থিরতা বলতে কী বোঝায়? বাংলাদেশের সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণ ও এর প্রতিকার আলোচনা করুন। [৪৫তম বিসিএস] ৬ বাংলাদেশের কৃষি জমি অকৃষি কাজে স্থানান্তরিত হবার স্বরূপ ও সংকট বিশ্লেষণ করুন। উক্ত সংকট মোচনের উপায়সমূহ আলোচনা করুন। [৪৫তম বিসিএস] ৭ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কি এর উদ্দশ্যে পূরণে সফল? সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার আলোকে ব্যাখ্যা করুন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কার্যকর করণে কি কি পদক্ষপে গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন?*** ৮ সবুজ অর্থনীতি, নীল অর্থনীতি ও ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে তার ৯ অর্থনৈতিক উন্নয়নকে ঊর্ধ্বমুখী করতে পারে? ব্যাখ্যা করুন। স্মার্ট বাংলাদেশ কী? [৪৫তম বিসিএস] স্মার্ট বাংলাদেশ এর ভিত্তি বা স্তম্ভ আলোচনা করুন। স্মার্ট বাংলাদেশ- ১০ ২০৪১: জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী উন্নয়ন অভিযাত্রা আলোচনা করুন। ১১ বাংলাদেশে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে ই-গর্ভনেল এর প্রভাব চিহ্নিত করুন। [৪৫তম বিসিএস] ১২ নব্য অর্থনীতির বিকাশে তথ্যপ্রযুক্তির ভূমিকাই মুখ্য-ব্যাখ্যা করুন। তিস্তা পানি বণ্টন চুক্তি কেন প্রয়োজন? এ সম্পর্কে বাংলাদেশ ও ভারত সরকার গৃহীত কার্যক্রমসমূহ আলোচনা করুন। [৪৫তম বিসিএস] ১৩ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী সহিংসতা মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করতে পারে?