হিসাববিজ্ঞান কি? উত্তর: হিসাব বলতে কোন বিষয় সম্বন্ধে সঠিক এবং নির্ভুল তথ্য, আর বিজ্ঞান বলতে বুঝায় কোন বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞান বা কোন বিষয়ের পরিক্ষিত সত্যতাকে। তাই হিসাববিজ্ঞান হলো হিসাব তথ্যের বিজ্ঞান। কোন প্রতিষ্ঠানের কোন সময়কালে সংঘটিত আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণের মাধ্যমে সেগুলোর সামগ্রিক ফলাফল ও উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় এবং পর্যালোচনা করে সবগুলো তথ্য ব্যবহারকারীর নিকট পৌছিয়ে দেওয়ার পদ্ধতিকে হিসাববিজ্ঞান বলা হয়। হিসাববিজ্ঞান সম্বন্ধে কয়েকটি সংজ্ঞা নিচে আলোচনা করা হলো: American Institute of Certified Public Accountants (AICPA) 1941-এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছ, "Accounting is the art of recording, classifying and summerizing in a significant manner and in terms of money transactions and events, which are in part at least of a financial character and interpreting the results there of." অর্থাৎ আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।"
Title
প্রিন্সিপালস অফ একাউন্টিং এন্ড প্রিন্সিপালস অফ ফিনান্স - ১ম বর্ষ