'ব্যবহারিক ও গবেষণায় ব্লকচেইন: ডিজিটাল নিরাপত্তার চাবি' বইটিতে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য ব্লকচেইন নীতি, ইথেরিয়ামের স্থাপত্য এবং সলিডিটি প্রোগ্রামিং ভাষার একটি বিস্তারিত ধারণা এবং প্রয়োগ দেখানো হয়েছে। ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এবং বাস্তব-বিশ্বের উদাহরণগুলোর মাধ্যমে পাঠকেরা ইথেরিয়াম ব্লকচেইনে স্মার্ট কন্ট্রাক্ট (Smart Contract) বানানো এবং ডিপ্লয়মেন্ট করতে শিখবে, সলিডিটি সিনট্যাক্স এবং ডেটা-স্ট্রাকচার আয়ত্ত করবে। বইটিতে ডিসেন্ট্রালাইজড (Decentralized) অর্থায়ন (DeFi) এবং ব্লকচেইন স্কেলেবিলিটির মতো উন্নত বিষয়গুলো অন্বেষণ করা হয়েছে, যা পাঠকদের ব্লকচেইন গবেষণা এবং উন্নয়নে জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দেবে। বেসিক কোড লেখা থেকে স্মার্ট কন্ট্রাক্ট বানানো এবং ব্লকচেইন নেটওয়ার্কে ডিপ্লয়মেন্ট শেখার মাধ্যমে বইটি পাঠকদের তাদের জ্ঞানকে বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগ করতে এবং উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করবে। এই বইটি পড়ে পাঠকরা বাস্তব জীবনের অনেক সমস্যা কীভাবে ব্লকচেইন ব্যবহার করে সমাধান করা সম্ভব তা চিন্তা করার এবং প্রয়োগ করার সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি এই বইটি পাঠকদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাইথনের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
Title
ব্যবহারিক ও গবেষণায় ব্লকচেইন - ডিজিটাল নিরাপত্তার চাবি