"বাংলাদেশের নতুন ভ্যাট" বইটির সম্পর্কে কিছু কথা: বিগত ৮ বছরে বাংলাদেশের মূসক ব্যবস্থা নিয়ে অনেক কাজ হয়েছে। এ কাজের একেবারে শুরু হতে সরাসরি সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ২০১২ সালের ১০ ডিসেম্বর নতুন মূল্য সংযােজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ মহান সংসদে গৃহীত হয়। আইনটির ড্রাফট তৈরির জন্য গঠিত কমিটিতে লেখক প্রথম দিন হতেই কাজ করেছেন। আর মূল্য সংযােজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর পুরু কাজটি লেখক নিজের হাতে করেছেন। প্রাথমিক খসড়া প্রণয়ন, করদাতা ও মূসক কর্মকর্তাসহ নানান অংশীজনের মতামত গ্রহণ করে তাকে সমৃদ্ধ করা, সকল ফরম ডিজাইন, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সকল কাজ লেখককে নিজের হাতেই করতে হয়েছে। বিগত ৩ নভেম্বর, ২০১৬ তারিখে বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। নতুন আইনকে বাস্তবায়নের জন্য যে কর্মপদ্ধতি তৈরি করা হচ্ছে তাও লেখকের নেতৃত্বেই হচ্ছে। আশা করা যায়, আইনটি একটি ভালাে কর্মপদ্ধতিসহ বাস্তবায়িত হবে। আইন, বিধি ও কর্মপদ্ধতি প্রণয়ন করতে যেয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাই এ বইয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। নতুন আইন বাস্তবায়িত হতে যাচ্ছে সম্পূর্ন আইটি নির্ভর পরিবেশে। মূসক ব্যবস্থার প্রায় সব কাজই করতে হবে অনলাইনে। ফলে বইটিতে আইটি নির্ভর বিজনেস প্রসেস এর ছাপ পাওয়া যাবে যা পাঠককে নতুন অভিজ্ঞতার সুযোগ করে দেবে।