প্রিয় ব্যাপন বন্ধুরা, আশা করি ফুলে ফলে প্রাচুর্যপূর্ণ এই মৌসুমে তোমাদের দিন ভালই কাটছে। যারা গ্রামে নিজেদের শৈশব কাটিয়েছ বা কাটাচ্ছ তাদের জীবন হয় সাধারণত দুরন্তপনায় ভরপুর। গাছ থেকে মৌসুমী ফল পেড়ে খাওয়ার আনন্দ তারা নিতে পারে সহজেই। সেই সাথে গরমের তো এখন কোন কমতি নেই। রাতের আকাশে চোখে ফুটে উঠে কোটি কোটি তারা। আচ্ছা। সেই দৃশ্য এখন কতটুকু দেখা যায়? শহরে কতটুকু দেখা যায়? বা আদৌ কেউ কি আকাশের দিকে তাকায়? তাকালেও হয়তো দেখা যাবে আগের সেই পরিচ্ছন্নতা আর নেই, যার অন্যতম কারণ হলো আলো দূষণ। এবারের সংখ্যায় সে ব্যাপারে আলো যখন দূষণের কারণ লিখেছেন আবদুল্যাহ আদিল মাহমুদ। ডিজিটাল যমজ ধারণাটা খুব বেশি পুরাতন নয়। কোন যন্ত্র বা বস্তুর একটু ভার্চুয়াল ভার্সন হলো ডিজিটাল টুইন বা যমজ। এই ভার্সনের মাধ্যমে জটিল সব যন্ত্রপাতির নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধান সহজ হয়। টি এইচ মাহিরের লেখায় এ ব্যাপারে তোমরা ঘুরে আসবে ডিজিটাল যমজের জগতো। পদার্থবিজ্ঞানের অত্যন্ত মৌলিক একটি শাখা হচ্ছে কণাপদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্স। কণাপদার্থবিজ্ঞানের বিষয়ে আছে লেখা অ্যা ব্রিফ ইন্ট্রোডাকশন টু পার্টিকেল ফিজিক্স। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের মাটিতে আমরা বিভিন্ন মূল্যবান ধাতু বা অধাতুর আধিক্য পাই যাদের আমরা ওই ধাতু বা অধাতুর খনিজ বলি। পৃথিবীর খনিজের সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে বিজ্ঞানীরা মহাকাশেও লাগিয়েছেন খনিজের খোঁজ। কি সাংঘাতিক উন্মাদনা। এমনই এক বিষয়ে লেখা হয়েছে মহাকাশে খনিজের সমারোহ। কোন ঔষধ যখন তৈরি করা হয় তার প্রথম ট্রায়াল হয় কোন প্রাণীর উপর, ইঁদুর তার মধ্যে অন্যতম। এখন, ইঁদুরের উপর কাজ হওয়া ঔষধ কি মানুষের উপর একই মানের কাজ করবে? ইঁদুর আর মানুষের শারীরবৃত্তীয় পার্থক্য কেমন? এই ব্যাপারে আলোচনা এসেছে ইঁদুর বনাম মানুষের মডেল' লেখায়। ওহ হ্যাঁ, প্রচ্ছদ নিয়েই তো বলা হলো না। সংখ্যা পদ্ধতির ক্রমবিবর্তন লেখার প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল গত সংখ্যায়। লেখার গুরুত্ব বিবেচনায় একে এবারে প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও আছে সাজ্জাদুর রহমানের ধারাবাহিক লেখা 'মাটি, ভূ-পানি কথকতার তৃতীয় পর্ব। আরো আছে আবু সাঈদের 'মেডিসিন নিয়ে জানতে হবে লেখার দ্বিতীয় পর্ব। এসবের বাইরেও আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিযোগিতায় শামিল। রাখতে। এরই ধারাবাহিকতায়, কুইজ আর সুডোকুর সাথে আছে প্রোগ্রামিং সমস্যা। যেকোন প্রোগ্রামিং ভাষায় এই সমস্যা সমাধানের কোড লিখে ফাইল পাঠিয়ে দিবে আমাদের কাছে। বিজ্ঞানের সৌরভ, তব ব্যাপিত হোক।