"উচ্চতর গণিত-১ম পত্র সমাধান (একাদশ ও দ্বাদশ শ্রেণি)" বইটির 'লেখকের কথা' অংশ থেকে নেয়াঃ “ উচ্চতর গণিত : ১ম পত্রের সমাধান " পুস্তকখানি মােঃ নজরুল ইসলাম ও মােঃ কেতাব উদ্দীন রচিত “ উচ্চতর গণিত : ১ম পত্র ” পুস্তকখানির সম্পূর্ণ সমাধান। পুস্তকটিতে বহুনির্বাচনি প্রশ্ন সমাধানের সহজতর কৌশলসহ অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন সংযােজন করা হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতি ও ক্যালকুলেটর ব্যবহারের অপূর্ব সমন্বয়ে অতি দ্রুত প্রশ্ন সমাধানের কৌশলসহ পুস্তকখানির প্রতিটি অধ্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গণিত MCQ সংযােজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এইচ.এস.সি. পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে ভর্তি পরীক্ষার পূর্ব-প্রস্তুতি নেওয়ার সুযােগ পাবে। পুস্তকখানি সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ বইয়ে একই ধরনের সমস্যা বিভিন্ন নিয়মে সমাধান করেছি যেন পুস্তকখানি একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত যথাযথভাবে সাহায্য করতে পারে।